Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কুকুরকে নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে গোটা বিজনেস ক্লাসের টিকিট কেটে নিলেন এক ব্যাক্তি! কত খরচ হল জানেন

একটা প্রবাদ আছে, ‘কুকুরের থেকে বড়ো বন্ধু মানুষের হয়না’। এমনকি অনেকে আবার এটা সত্যিই মনে করেন। যেকোনো ভাষায় গল্পের মধ্যে এমন অনেক জায়গায় কুকুর ও মানুষের বন্ধুত্ব পাবেন। সেসব জায়গায় দেখবেন সবসময় পোষ্য তার মনিবকে কত টা ভালোবাসে সেটা নিয়ে ব্যাখ্যা করা হয়েছে । কিন্তু এবার ঘটলো এক্কেবারে উল্টোটাই, পোষ্যর প্রতি মনিবের ভালোবাসা।

একটি বিমানের পুরো বিজনেস ক্লাসের টিকিট কাটলেন এক ব্যক্তি নিজের মালটিস স্নোয়ি ফারবল প্রজাতির কুকুরের জন্য। আর তাঁর কত খরচ হল এজন্য জানেন? সে টিকিটের দাম প্রায় আড়াই লক্ষ টাকা। হ্যাঁ, সম্প্রতি এই ঘটনা শুনতে অবাক লাগলেও প্রকাশ্যে এসেছে।

সেই প্রতিবেদনে আবার বলা হয়েছে, একজন যাত্রী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের সমস্ত বিজনেস ক্লাসের আসন বুক করেছিলেন তার পোষা কুকুরের সাথে ভ্রমণের জন্য। বুধবার, ‘জে’ বা বিজনেস ক্লাস বুক করা হয়েছিল মুম্বাই থেকে চেন্নাই যাওয়ার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের। যাতে এই চমৎকার যাত্রাটি ‘কুকুর’ তার মালিকের সাথে করে। আসল তথ্য অনুযায়ী, 12 টি বিজনেস ক্লাস আসন ছিল এয়ারবাস এ 320 উড়োজাহাজে। এই সমস্ত আসন বুক করে রেখেছেন পোষা কুকুরের মালিক, যাতে কেবল এবং তার পোষা কুকুরই বিমানে আনন্দে ভ্রমণ করতে পারে। মুম্বাই থেকে চেন্নাই পর্যন্ত দুই ঘণ্টার ফ্লাইটে গড় খরচ 18,000 থেকে 20,000 টাকা, বিজনেস ক্লাসের টিকিটের। অর্থাৎ, সেই যাত্রী 12 টি আসনের জন্য 2 লাখ 40 হাজার টাকা দিয়েছে।

কেবলমাত্র এয়ার ইন্ডিয়াই পোষা প্রাণীদের যাত্রীদের সঙ্গে কেবিনে রাখার অনুমতি দেয় ভারতের অন্য বিমানসংস্থাগুলোর মধ্যে। কিন্তু এই ক্ষেত্রে মালিক সব কটি টিকিটই কেটে নেন। তবে এই প্রথম নয়, এই ধরনের ঘটনা সামনে এসেছিল এর আগেও। এর আগেও এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে পোষ্যকে নিয়ে যাত্রা করেছেন কেউ কেউ। কিন্তু এই প্রথম গোটা কেবিনের টিকিট কিনে নেওয়ার ঘটনা । যাও বা উদাহরণ আছে তা ভারতে নয়, সেগুলি মূলত ঘটেছিল বিদেশে। এদেশে কেবলমাত্র পোষ্যর জন্য বিমানের গোটা বিজনেস ক্লাসের টিকিট কাটার ঘটনা একেবারেই নতুন।

Related posts

শুভ দীপান্বিতা! জানুন এবারের কালীপুজোর নির্ঘণ্ট ও শুভ যোগ! ৪টি গ্রহ অধিষ্ঠান করবে এক রাশিতে

News Desk

সঙ্গীর সাথে পর্ন দেখা কি সত্যি সত্যিই যৌন যৌন জীবনে বদল আনে? কি বলছে বিশেষজ্ঞরা?

News Desk

পূজোর ডালিতে দেওয়া সন্দেশের প্যাকেট মণ্ডপ থেকে গায়েব! খুজেঁ বার করতে পুলিশ ডাকল প্রৌঢ়

News Desk