Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মদ্যপ অত্যাচারী বাবাকে মৃত্যু উপহার ছেলের! প্রমাণ লোপাটের আগেই দেখে ফেলল পুলিশ, তারপর..

মধ্যপ্রদেশের জবলপুরে বাবাকে নির্মমভাবে খুন করল ছেলে। পানাগর এলাকায় দিনের পর দিন বাবার নৃশংসতায় বিরক্ত এক যুবক তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। অপরাধ করার পর ছেলে বস্তায় ভরে বাবার লাশ ফেলতে গেলেও পুলিশি তল্লাশিতে প্রকাশ্যে আসে তার কারসাজি। পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করে মরদেহটি নিয়ে যায়। এই ঘটনার পর অভিযুক্ত যুবক কেন এমন করলো তা সে নিজেই প্রকাশ করেছে যা বহু মানুষের চোখ খুলে দিতে পারে।

মদ কীভাবে মানুষের সংসার নষ্ট করে দিচ্ছে, এমন উদাহরণ প্রতিনিয়তই শোনা যাচ্ছে। এমনই একটি পরিবার মদের নেশার কারণে ভেঙে যাচ্ছিল কিন্তু ওই পরিবারের এক যুবক সংসার বাঁচাতে নিজেই জেলে চলে যায়। ঘটনাটি জবলপুরের পানাগর থানা এলাকার, যেখানে রোজকার গালাগালি ও নৃশংসতায় বিরক্ত হয়ে এক ছেলে তার মাতাল বাবাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

পানাগরে বসবাসকারী রামলাল বনশকর একটি গাড়ির কারখানায় কাজ করতেন, কিন্তু তিনি তার আয় করা টাকা তিনি পরিবারের পরিবর্তে মদের জন্য ব্যয় করছেন। শুধু তাই নয়, মদ্যপানের পর স্ত্রী-সন্তানদের গালিগালাজ ও মারধর করা তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিল। বহু বছর ধরে পরিবার রামলালের অত্যাচার সহ্য করছিল, কিন্তু ছেলেমেয়েরা বড় হয়। সেও বাবার এসব অপকর্ম সম্পর্কে জানত এবং সে তার বাবার মদ্যপানের অভ্যাসকে ভালো চোখে একেবারেই দেখত না। কিছু দিন আগে, রামলালের স্ত্রী তার ছোট মেয়েকে নিয়ে তার মামাবাড়ি রেখে এসেছিলেন। বাড়িতে ছেলে আমান ও আরেক ছেলে ছিল। সোমবার রাতে মদ খেয়ে বাড়িতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে দুর্ব্যবহার করেন রামলাল। চব্বিশ বছরের ছেলে আমান সব শুনে ঘুমিয়ে পড়লেও রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে বাবাকে ব্লাউজ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

বাবাকে হত্যার পর লাশ বস্তায় ভরে বাইকে করে ফেলতে যাচ্ছিল। মহারাজপুর বাইপাসে পুলিশ চেকিংয়ের সময় পুলিশ তাকে বাধা দেয়। সন্দেহে বস্তাটি খুললে তাতে মধ্যবয়সী এক ব্যক্তির মৃতদেহ দেখে পুলিশও চমকে যায়। এরপর আমানকে হেফাজতে নেওয়ার সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় যে সে পৌর কর্পোরেশনে চাকরি করে। অনেক কষ্ট করে দুই ভাই বোনকে পড়াচ্ছেন, কিন্তু তার বাবা প্রতিদিন মদ্যপান করে ঘরে তোলপাড় করতেন, এতে তিনি বিরক্ত ছিলেন। সে কারণেই ইচ্ছে করেই বাবাকে হত্যা করেছে। তবে মরদেহ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

দক্ষিন কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেক! এর অজানা তথ্যগুলি জানেন?

News Desk

স্বামীকে খুন করে সেই মৃতদেহ নিয়ে হাসপাতালে গেলেন স্ত্রী, দিলেন অদ্ভুত যুক্তি! এরপর…

News Desk

দেশের প্রথম সিডিএস জেনারেল ছিলেন বিপিন রাওয়াত। কী দায়িত্বভার থাকে এই পদে?

News Desk