Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

কুমারী পুজো করবো বলে ভাইজি রেড লাইট এরিয়ায় নিয়ে গিয়ে বিক্রী কাকা! তারপর..

বিহারের এক চাঞ্চল্যকর ঘটনা! ৯ বছরের নাবালিকা ভাইজিকে মুজাফফরপুরের রেড লাইট এলাকায় বিক্রি করলেন কাকা। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে তার কাকা সহ দুইজনকে আটক করেছে। জানা গিয়েছে কুমারী পুজোর অজুহাতে ভাইজীকে সঙ্গে নিয়ে গিয়েছিল কাকা।

বিহারের বেগুসরাইয়ের রেড এলাকায় ৯ বছরের এক নাবালিকাকে মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি করার ঘটনা সামনে এসেছে। এই কাজটি অন্য কেউ করেনি, শিশুটির নিজের কাকা করেছে। তবে ২৪ ঘণ্টার মধ্যে ওই বাচ্চা মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি পুলিশ অভিযুক্ত কাকা এবং মেয়েটিকে কিনেছিল যে ব্যক্তি সেই আসমিন নামে এক মহিলাকেও গ্রেপ্তার করেছে। আসমিন মুজাফফরপুরের রেড লাইট এলাকায় থাকে।

জানা গিয়েছে, ২৫ জুন সন্ধ্যায় ভাইয়ের বাড়িতে পৌঁছান প্রিয়াংশু পাঠক। সেখানে তার মেয়েকে পুজোর অজুহাতে দেখিয়ে ৯ বছরের ভাইজিক কে সঙ্গে করে নিয়ে যায় তারা। তারপর মুজাফফরপুরের রেড লাইট এলাকায় ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়। ২৫ জুন গভীর সন্ধ্যা পর্যন্ত মেয়ে না ফেরায় বাবা খোঁজ করেন। তাকে কোথাও না পেয়ে তার বাবা তেয়ার থানায় অভিযোগ করেন।

পুলিশ অভিযুক্ত প্রিয়াংশু পাঠককে গ্রেপ্তার করলে, সে মেয়েটিকে মুজাফফরপুরে বিক্রি করার কথা স্বীকার করে, তারপরে পুলিশ দল মুজাফফরপুর রেড লাইট এলাকায় অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে। যে মহিলা মেয়েটিকে কিনেছিলেন, আসমিনকেও গ্রেফতার করা হয়েছে।

তেঘরার ডিএসপি জানান, মেয়েটিকে তার কাকা রেড লাইট এলাকায় বিক্রি করেছিল। কিন্তু তাকে উদ্ধার করা হয়েছে। বিক্রেতা ও ক্রেতা উভয়কেই গ্রেফতার করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

Related posts

বিয়ের এক মাস পূর্তি উদযাপন, ভিকির সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করলেন ক‍্যাটরিনা

News Desk

আগেই তো পাঁচটা মেয়ে, একে মানুষ করবি কি করে! দরিদ্র দম্পতির ষষ্ঠ কন্যাকে বিক্রি করল ডাক্তার

News Desk

স্ত্রীর মেকআপ না পসন্দ! কর্পোরেশনের ইঞ্জিনিয়ার স্বামী কর্মীদের পাঠালেন সেলুন ভাঙতে

News Desk