Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মাত্র আড়াই হাজার টাকার জন্য যুবকের মর্মান্তিক মৃত্যু! অ্যাসিড দিয়ে পোড়ানো হোলো দেহ

আড়াই হাজার টাকা ঘিরে এমন গন্ডগোল এক যুবককে অকালে প্রাণ হারাতে হলো। একই গ্রামে বসবাসকারী এক যুবকের কাছে সারিঙ্কু খড়গবংশীর ২৫০০ টাকা ঋণ ছিল। বুধবার সন্ধ্যায় সেই টাকা শোধ করা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এর জেরে ওই যুবককে নির্মম ভাবে প্রাণে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আমরোহার হাসানপুর এলাকায় টাকা ধার দেনা করা নিয়ে শুধু খুনই হলেন না সেই যুবক। খুনের পর তার শরীরে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। গ্রাম থেকে কিছুটা দূরে একটি মাঠে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। যুবকের মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

ঘটনাটি হাসানপুর কোতয়ালী এলাকার সোহারকা গ্রামের। কৃষক আওতারীর পরিবার এখানে বসবাস করে। আতরীর ছাব্বিশ বছরের ছেলে রিংকু খড়গবংশী ওই গ্রামেরই এক যুবকের কাছে ২৫০০ টাকা ধার নিয়েছিল। বুধবার সন্ধ্যায় সেই টাকা শোধ করা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া হয়। বৃহস্পতিবার সকালে গ্রামের দুই যুবক রিংকুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছিল বলে জানা গেছে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সে আর বাড়ি ফেরেননি। এরপরেই তার বাড়ীর লোকেরা খোঁজাখুঁজি শুরু করলে গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে আখ ক্ষেতে তার লাশ পাওয়া যায়। তার শরীরে পোড়ার চিহ্নও মেলে। মনে করা হচ্ছে প্রথমে তাকে কিছুটা লাঞ্ছিতও করা হয়েছে। হত্যার ব্যাপারে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর অ্যাসিড দিয়ে শরীরও পুড়িয়ে দেওয়া হয়। শরীরের অনেক জায়গায় পোড়ার চিন্হ দেখতে পাওয়া গিয়েছে। অনেক জায়গায় চামড়া পুড়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্য ও গ্রামবাসী।

গ্রামের দুই যুবকের উপর খুনের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। নিহত যুবকের তিনটি সন্তান রয়েছে বলে জানা গিয়েছে। শ্রমিক হিসাবে কাজ করে সংসার চালাতেন ওই যুবক। কোতোয়াল অরবিন্দ ত্যাগী বলেছেন, যুবককে খুন করা হয়েছে। তদন্ত চলছে। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

কনে ও তার ৬ বন্ধুর নাচ দেখে কন্ট্রোল করতে না পেরে অবশেষে যে কাজ করে ফেলল বর! ভাইরাল ভিডিও

News Desk

কলকাতার বিয়ের অনুষ্ঠানে রান্নাঘরে বিস্ফোরণ! লাইট প্যানেলের বক্স ভেঙ্গে মৃত ১

News Desk

এই প্রাণীর লোম ব্যাবহার করে তৈরী হয়েছিল পৃথীবির প্রথম টুথব্রাশ, জানেন!

News Desk