Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

১০ মিনিটে চো চো করে শেষ দেড় লিটার কোল্ডড্রিঙ্কস! মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২২ বছরের যুবক

গরমে হাঁসফাঁস করছিলেন ২২ বছরের যুবক। তৃষ্ণা মেটাতে ১০ মিনিটে দেড় লিটার ঠান্ডা পানীয় খেয়ে ফেলেছিলেন তিনি। এর জেরে ওই যুবকের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রচুর পরিমাণ ঠান্ডা পানীয় খাওয়ায় তাঁর শরীরে বিপুল গ্যাস তৈরি হয়েছিল, যার জেরেই মৃত্যু হয়েছে ওই যুবকের। সম্প্রতি ঘটনাটি ঘটেছে চিনে।

২২ বছরের ওই যুবকের নাম জানা যায়নি। তবে দেড় লিটার ঠান্ডা পানীয় খাওয়ার ঘণ্টা ছয়েক পর প্রবল পেটে ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। বেজিংয়ের চাওয়াং হাসপাতালের চিকিৎসকদের ওই যুবক জানিয়েছিলেন, গরম থেকে রেহাই পেতে তিনি দেড় লিটার ঠান্ডা পানীয় খেয়েছেন। পেটের ভিতর ঠান্ডা পানীয় যাওয়ার পর যুবকের অন্ত্রে গ্যাস তৈরি হতে শুরু করে। যার জেরে ওই যুবকের যকৃতে অক্সিজেনের অভাব হয়েছিল বলে জানিয়েছেন বেজিংয়ের হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের চিকিৎসকরা।

পেটে ব্যথার পাশাপাশি হ়ৃদ্‌স্পন্দন বেড়ে যায় এবং সেই সঙ্গে রক্তচাপ কমে গিয়েছিল ওই যুবকের। চিকিৎসকরা সিটি স্ক্যানও করেছিলেন। স্ক্যানের রিপোর্টেই গ্যাসের বিষয়টি ধরা পড়েছে। পাশাপাশি ওই যুবকের যকৃতে সমস্যা ছিল বলেও জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালে আসার ১৮ ঘণ্টা পর ওই যুবকের মৃত্যু হয়েছে।

Related posts

বন্দুকধারী ডাকাতদের হাত থেকে বাঁচালো মায়ের প্রাণ! ৭ বছরের মেয়ের সাহস দেখে অবাক সকলে!

News Desk

বাড়ির সামনে চিঠির স্তূপ দেখে হতবাক মহিলা! একদিনে তার নামে এল ৪৪০টি চিঠি! জানুন কেন

News Desk

প্রচন্ড উত্তেজনা নিয়ে যৌনতায় মত্ত ব্যক্তির যৌনাঙ্গ ভাঙলো উলম্ব ভাবে। কীভাবে সম্ভব ? দুনিয়ার ডাক্তাররা ভেবেই পাচ্ছেন না

News Desk