Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

তবে কি পুজোতেই করোনা থেকে মুক্তি পেতে চলেছে বাংলা?

আর খুব একটা বেশিদিন বাকি নেই দূর্গা পুজোর। টানা দু বছর ধরে করোনার মারাত্বক বাড়াবাড়ির কারণে সেভাবে দুর্গাপুজো উপভোগ করতে পারেনি রাজ্যবাসী। তাই এবছর নিয়ে আশার বীজ বুনছে মনের মধ্যে। যদিও ভয় আতঙ্ক থাকছে প্রতি মুহূর্তেই। রাজ্যের করোনা গ্রাফ অন্ততঃ শেষ ২৪ ঘন্টায় সে কথাই বলছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে দীর্ঘদিন পর করোনা আক্রান্ত হয়েছেন ১০০-এরও কম। একদিনে মৃত্যু কমে হয়েছে ২।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্ত গত ২৪ ঘণ্টায় ৮৯ জন। সে কারণেই মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁডিয়েছে ২১, ০৭, ৯৭৭। এখন করোনার অ্যাকটিভ কেস নিম্নমুখী। শেষ ঘণ্টায় করোনার অ্যাকটিভ কেস ২০০২। রাজ্যে করোনা মুক্ত হয়েছেন একদিনে ২৫৫ জন। যা গতকালের তুলনায় সামান্য কম। রাজ্যে মোট করোনাজয়ী ২০,৮৪, ৫০০ জন এখনও পর্যন্ত। ৯৮.৮৯ শতাংশ সুস্থহার হার। রাজ্যে একদিনে করোনার বলি পরিসংখ্যান অনুযায়ী ২ জন। ১.০২ শতাংশ মৃত্যু হার।

রাজ্য সরকার থেকে করোনা মুক্ত বাংলা গড়তে জোরকদমে চলছে টিকাকরণ। তার পাশাপাশি টেস্টিং ও চলছে। গত ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ৬, ৮৮৯ জন। দুটো ডোজ নিয়ে ফেলেছেন এখনও পর্যন্ত মোট ৬৪, ৭৩৫, ৬৫০ জন। একদিনে ৫,০৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। টেস্টিং হয়েছে ২৬, ৩২৭, ৮৯৮ জনের। পজিটিভিটি রেট ১.৭৬ শতাংশ। খুব তাড়াতাড়ি বাংলা করোনা মুক্ত হয়ে যাবে বলে ধরা হচ্ছে।

Related posts

বিয়ের পরও পরকীয়া চলছিল প্রেমিকের সাথে! এরপরেই প্রেমিকা ঘটালো ভয়ঙ্কর কান্ড

News Desk

এক পলকে বিয়ের উৎসব বদলে গেল শোকে! বোনের বিয়ের শোভাযাত্রায় নাচার সময় মৃত্যু যুবকের

News Desk

কোনো লজ্জা ছাড়াই গোঁফ রাখেন এই মহিলা! কাটেননি বহু বছর, কারণটা কি শুনলে চমকে যাবেন

News Desk