অমানবিক! বাইকে করে দুই কিশোরীকে দড়ি বেঁধে নিয়ে নিয়ে যাচ্ছে এক যুবক৷ সন্দেহ হওয়ায় বাইকটিকে আটকাল ট্রাফিক পুলিস৷ শনিবার ইএম বাইপাসের ভিআইপি মোড়ের ঘটনা৷ জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মিলতেই বাইক সহ যুবককে আটক করে দুই কিশোরীকে তিলজলা থানায় নিয়ে গেল পুলিস৷
সূত্রের খবর, ওই দুই কিশোরী ট্যাংরার বাসিন্দা৷ তাঁদের জোর করে বাইকে করে রুবির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ৷ অথচ, তাঁরা ওই যুবককে চেনেনও না৷ কেন, কোথায় তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়েও বিস্তারিত কিছু বলতে পারেননি৷
এ দিকে ধৃত যুবককে পুলিস জিজ্ঞাসাবাদ করে বিশেষ কিছু জানতে পারেনি৷ তবে, দুই কিশোরীর বাবা বলে দাবি করেন৷ যা কিশোরীরা অস্বীকার করেন৷ ইএম বাইপাসের কাছে কর্তব্যরত পুলিস অফিসার জানান, সকাল সাড়ে এগারোটা নাগাদ ইএম বাইপাসের কাছে আমবেডকর ব্রিজের দিক থেকে রুবির দিকে বাইকটি যাচ্ছিল৷ দূর থেকে তা দেখেই সন্দেহ হয়৷ পরের ভিআইপি মোড় ক্রসিংয়ের কর্তব্যরত পুলিস অফিসারকে বাইকে নম্বর দিয়ে আটকানো হয়৷
বাইক দাঁড় করাতেই অবাক পুলিস৷ এক-দেড় ফুটের নাইলনের একটি দড়ি দিয়ে দুই কিশোরীর দু’হাত বাঁধা আছে৷ পুলিস জিজ্ঞাসাবাদ শুরু করতেই কিশোরীরা কান্না শুরু করেন৷ তাঁরা পুলিসকে জানিয়েছে, তাঁদের বাবা মারা গিয়েছেন৷ জোর করে হাত বেঁধে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা বলা হয়নি৷ এ ছাড়া তাঁরা আর কিছু বলতে পারেনি৷ পরিস্থিতি বেগতিক বুঝে তাঁদের তিলজলা থানায় নিয়ে যায় পুলিস৷ একই সঙ্গে ধৃত যুবকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা শুরু করা হয়েছে বলেও জানা গিয়েছে৷