রাজস্থানের আজমির জেলা থেকে একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে এক প্রেমিক যুবক তার নিজেরই প্রেমিকাকে প্রতারণা করছে। ভুয়ো ইনস্টাগ্রাম আইডি তৈরি করে অজ্ঞাত পরিচয় সেজে ব্ল্যাকমেইল করে টাকা দাবিকারী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। প্রেমিক যুবক একবার প্রেমিকাকে প্রতারণা করে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা আদায় করে। কিন্তু দ্বিতীয়বার টাকা দাবি করলেই প্রেমিকা পুলিশের কাছে অভিযোগ জানায়। এরপর প্রেমিককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত তার বান্ধবীর কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিল এবং ভুয়া ইনস্টাগ্রাম আইডির মাধ্যমে আরো ২৬ হাজার টাকা দাবি করছিল।
প্রসঙ্গত বান্ধবীকে পুলিশের কাছে অভিযোগ না করার পরামর্শ দিয়েছিল যুবক। ব্ল্যাক মেইলিংয়ের বিষয়টি যুবতী তার প্রেমিক মকবুল ওরফে মুকুলকে জানালে তিনি তাকে থানায় অভিযোগ না করার পরামর্শ দিয়ে বলেন, ইনস্টাগ্রাম আমেরিকা থেকে পরিচালিত হওয়ায় ভারতের পুলিশ এ বিষয়ে কিছু করতে পারে না। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক মেয়েটিকে বলেছিল যে সে যেন ব্ল্যাকমেলারকে কিছু টাকা দেয় যাতে ব্ল্যাকমেলার আর তাকে বিরক্ত না করে।
প্রেমিকের পরামর্শ শুনে প্রথমবার ৫ হাজার টাকা দিলেও দ্বিতীয়বার ২৬ হাজার টাকা দাবি করায় প্রেমিকা পুলিশের কাছে অভিযোগ করাকেই ঠিক পদক্ষেপ মনে করে। সে গত ১২ মে আদর্শ নগর থানায় একটি রিপোর্ট দায়ের করে এবং জানায় যে, অজ্ঞাতনামা কেউ তাকে মারধরের হুমকি দিয়ে টাকা চাইছে। তার নামেই তৈরী করেছে ভুয়া ইনস্টাগ্রাম আইডি। আজমিরের পুলিশ সুপার বিকাশ শর্মা এরপর সাইবার সেলের সহায়তায় পুলিশ দল গঠন করে ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্তকে শনাক্ত করে এবং মকবুল খান ওরফে মুকুলকে আইটি আইনের অধীনে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। অভিযুক্তকে রবিবার গ্রেফতার করে স্থানীয় আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান।
পুলিশ জানায়, মকবুল ভিকটিমের মেমোরি কার্ড চুরি করে একটি ভুয়া ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার ছবি ব্যবহার করেন। এরপর সে মেয়েটির কাছে মেসেজ পাঠায় এবং তার আপত্তিকর ছবি তার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করার হুমকি দেয়। আজমির (দক্ষিণ) সার্কেল অফিসার সুনীল সিহাগ জানান, অভিযুক্তের দাবি পূরণ করতে মেয়েটি মকবুলকে মোবাইল ওয়ালেটের মাধ্যমে অর্থ প্রদানের জন্য টাকা দেয়। মকবুল টাকাগুলো তার কাছে রাখে এবং অনলাইনে টাকা পরিশোধ করেছে বলে তাকে জাল রশিদ দেখায়। কিন্তু মেয়েটি পুলিশে যেতেই তার সব জারিজুরি ফাঁস।