Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

একাকীত্ব কাটাতে কুকুর ছানা বাড়িতে এনেছিলেন ব্যক্তি, অল্প বড় হতেই সামনে এল ভয়ঙ্কর সত্য!

কুকুরকে মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বলে মনে করা হয়। বলা হয় কোনো মানুষের মন মেজাজ খারাপ হলে , বিষন্নতা গ্রাস করলে তার পোষ্য কুকুররা সবার আগে সেটা বুঝতে পারে। মালিকের চেয়ে ভালো তারা বোধহয় আর কাউকে বাসে না। পোষ্য কুকুর মনিবের মন ভালো রাখতে অনেক চেষ্টা চরিত্র করছে এমন উদাহরণ বহু মেলে। কুকুরের এমন বিশেষত্বের কারণেই, চীনে বসবাসকারী এক ব্যক্তি তার একাকীত্ব কাটাতে একটি কুকুর পোষার সিদ্ধান্ত নেন। কিন্তু সে কি জানত যে যে কুকুর ভেবে তার বাড়িতে যাকে নিয়ে এসেছে তার বাস্তব টা আসলে অন্য কিছু। সেটি আসলে অন্য কোন প্রাণী।

চীনের সাংহাই থেকে ঘটনাটি প্রকাশ্যে এসেছে। সাংহাই পোস্টে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সেখানে বসবাসকারী এক ব্যক্তি একাকীত্বের কারণে উদাস আর বিরক্ত ছিলেন। সঙ্গ দিতে পারবে এই কারণে, সেই ব্যক্তি তার বাড়িতে একটি কুকুরছানা নিয়ে আসেন। যখন নিয়ে আসে কুকুরটি ভীষণ ছোট ছিল। কিন্তু কুকুরটি বড় হতে শুরু করার সাথে সাথে ব্যক্তিটির বেশ অদ্ভুত লাগতে শুরু করে। তার মনে হতে থাকে কিছু আলাদা কিন্তু তিনি ঠিক বুঝতে পারছিলেন না বিষয়টা কি! তার চোখে কিছু কিছু বিষয় ধরা পরে। যেমন তার পোষ্য এই প্রাণীটি কুকুরের মতো করে হাঁটে না, ঠিক কুকুরের মতো ঘেউ ঘেউ করে ডাকে না। এ ছাড়াও তার গায়ের লোমগুলো যেন অদ্ভুতভাবে বেড়ে উঠছিল।

নিজের বিভ্রান্তি দূর করতে ওই ব্যক্তি অনলাইনে এই প্রাণীটির ছবি শেয়ার করেন। তিনি যখন এই ছবিটা অনলাইনে পোস্ট করে ইন্টারনেট ইউজারদের কাছে নিজের প্রশ্ন তুলে ধরেন, তখনই তাঁর সামনে খুলে গেল তাঁর পোষা প্রাণীর আসল সত্যতা। লোকেরা তাকে বলেছিল যে সে যাকে কুকুর হিসাবে বাড়িতে নিয়ে এসেছিল সে আসলে একটি ইঁদুর। হ্যাঁ, ওই ব্যক্তি যাকে কুকুর হিসেবে পালন করছিলেন, সেই প্রাণীটি আসলে ইঁদুর। এই জাতের ইঁদুরটি দেখতে হুবহু কুকুর ছানার মতো ছিল। ওই ব্যাক্তি জানান যে সে পাহাড়ে গিয়েছিল এক বন্ধুর সাথে দেখা করতে। সেখানে তিনি এই কুকুর ছানা যেটা আদপে ইদুর দেখতে পান। তারপর সেখান থেকেই এই প্রাণীটিকে নিয়ে এসেছিলেন।

কুকুরের মতো দেখতে এই ইঁদুরকে বলা হয় ব্যাম্বু র‍্যাট। এটি শুধুমাত্র চীনে পাওয়া যায়। লোকটির বন্ধুও কুকুর ভেবে ইঁদুর দেওয়ার জন্য তার কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু এই জন্য ওই ব্যাক্তি তার বন্ধুকে অপরাধ বোধ না করতে বলেছে। কেননা দেখে বোঝা সত্যিই দুষ্কর। অনলাইনে প্রায় সকলেই এক বাক্যে স্বীকার করেছিল যে এই ইঁদুরটি দেখতে সত্যিই কুকুরের মতো। এই ক্ষেত্রে, যে কেউ বিভ্রান্ত হতে পারে।

Related posts

সংক্রমণ ক্ষমতা ওমিক্রণের থেকেও বেশী, ফ্রান্সে সন্ধান মিলল নতুন করোনা স্ট্রেনের

News Desk

কোভিডের অতি সংক্রামক ভারতীয় প্রকারটি ছড়িয়ে পড়েছে পৃথিবীর আরও ৪৪টি দেশে, জানাল হু

News Desk

এই লোকটিকে কিনতে ইচ্ছুকরা যোগাযোগ করুন? নিজের স্বামীকে বিক্রির জন্য বিজ্ঞাপন দিলেন স্বয়ং স্ত্রী

News Desk