Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মধ্যামিক উচ্চমাধ্যমিকের মার্কশিট কিভাবে তৈরী হবে ঘোষনা , জুলাইয়ে ফল প্রকাশের সম্ভবনা

করোনা আবহে ২০২১, সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্থগিত। কিন্তু বিকল্প পদ্ধতিতে কীভাবে নম্বর দেওয়া হবে ছাত্র ছাত্রীদের? সেই বিষয়ে যৌথ ভাবে সাংবাদিক বৈঠক করে মূল্যায়ন কিভাবে হবে তা জানালেন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক সংসদের সভাপতি।

মাধ্যমিকের ক্ষেত্রে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা ও ২০২০ সালে ইন্টারনাল অ্যাসেসমেন্টের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই ২০২১ সালে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীর মার্কশিট তৈরি হবে। দুই পরীক্ষাকেই ৫০ শতাংশ হারে সমান গুরুত্ব দিয়ে মাধ্যমিকের মার্কশিট তৈরি হবে। তবে যদি কোনও মাধ্যমিক পরীক্ষার্থী প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হন, তবে সে কোভিড পরিস্থিতি কিছুটা ভালো হলে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ফের সুযোগ পাবে। সেই ক্ষেত্রে পরীক্ষা প্রাপ্ত নম্বর চূড়ান্ত বলে গণ্য হবে। আগামী জুলাইয়ের মধ্যে মাধ্যমিকের ফলপ্রকাশের সম্ভাবনা।

উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে উচ্চমধ্যামিক পরীক্ষার্থীদের তাদের মাধ্যমিক পরীক্ষার ৪টি বিষয়ের প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ৪০ শতাংশ , ২০২০ সালের একাদশের বার্ষিক পরীক্ষার ৬০ শতাংশ নম্বর , সেইসঙ্গে দ্বাদশ শ্রেণীর প্রজেক্ট ও প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর যুক্ত করে উচ্চমাধ্যমিকের সামগ্রিক মূল্যায়ন হবে। উচ্চমাধ্যমিক সংসদ সূত্রে জানানো হয়েছে, ‘দ্বাদশের প্রজেক্টের ২০ নম্বর, প্র্যাক্টিক্যালের ৩০ নম্বর ধরে মূল্যায়ন হবে। মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিকে কোনো পরীক্ষার্থী প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হন, তবে সে কোভিড পরিস্থিতি কিছুটা ভালো হলে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তবে পরীক্ষায় বসলে, সেই পরীক্ষার প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বিবেচিত হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক সংসদ।

এতদিন উৎকণ্ঠায় কাটানোর পর বিকল্প পরীক্ষা পদ্ধতি জানতে পেরে স্বস্তিতে পড়ুয়া এবং তাদের অভিভাবকরা।

Related posts

উন্মাদ প্রেমিকের কীর্তি! তরুণীর ফেসবুক হ্যাক করে তার বাগদত্তার সাথে চ্যাট! অতঃপর…

News Desk

কোন পেশার মানুষ পরকীয়ায় বেশী লিপ্ত হয়? ডেটিং অ্যাপের সমীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

News Desk

Oyo হোটেল কর্তৃপক্ষের কাছে ১ বছর আগে দেওয়া বকশিস দাবি করে বসলেন গ্রাহক! তারপর

News Desk