আগেই পিছিয়েছিল মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঘোষনা। করোনা আবহে পরীক্ষা কি ভাবে সম্ভব তা নিয়ে তৈরি হয়েছে বিশেষজ্ঞ কমিটিও। এবারে চেয়ে পাঠানো মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিবাবকদের মতামত উপদেশও।
করোনা আবহে ঝুলে রয়েছে মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ। আদৌ মাধ্যমিক-উচ্চমাধ্যমিক (Madhyamik-Higher Secondary) কি সম্ভব? জনগণের কি রায়? স্কুল শিক্ষা দফতর বিশেষজ্ঞরা নিজেদের মতামত দেওয়ার আগে মানুষ বিশেষত ছাত্র ছাত্রীদের অভিভাবকেরা কী চাইছেন তা জানতে চায়। সেই কারণেই শিক্ষা দফতরের থেকে তিনটি ইমেল আইডি দিয়েছে তারা। ওই ইমেইল আইডি গুলিতে সোমবার দুপুর ২টোর মধ্যে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক নেওয়া নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারবেন সাধারণ জনগন থেকে শুরু করে অভিভাবক ও পরীক্ষার্থীরা। করোনার টাল মাতাল অবস্থার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে সকলের মতামত জেনে নিতে চাইছে রাজ্য সরকারের তৈরী এই বিশেষ কমিটি।
স্কুল শিক্ষা দফতরের কমিটির তরফে দেওয়া তিনটি ইমেল আইডি হল —ppssm.spo@gmail.com, wbssed@gmail.com এবং commissionersscholeducation@gmail.com। এই তিনটি ইমেইল আইডিতেই সোমবার দুপুর ২টোর মধ্যে নিজেদের মতামত জানাতে পারবেন অভিভাবক, পরীক্ষার্থী থেকে সাধারণ মানুষ। চারিপাশে করোনার দ্বিতীয় পরীক্ষা নেওয়া কতখানি সুরক্ষিত, কতটা সমর্থনযোগ্য সেটাই বুঝে নিতে চাইছে সরকার। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সিবিএসই-সিআইএসসিই দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা বাতিল করেছে কেন্দ্র। এই অবস্থায় রাজ্য কিবকরে সেটাই দেখার।