Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

করোনা দুঃসময়ে প্রায় একশো শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন এই ক্রিকেটার, জানেন কে?

দেশে হানা দিয়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। সেই ঢেউ সামাল দিতে নাজেহাল দেশ। সমস্যায় পড়ছেন বহু মানুষ। অসুবিধেতে পড়েছেন বহু শিশুও। অনলাইনে পড়াশুনায় বহু বাচ্চার পরিবারই অসুবিধেতে পড়েছে পড়াশুনা চালাতে। এমন অবস্থায় প্রায় ১০০ অভাবী শিশুর পড়াশুনার দায়িত্ব কাধে তুলে নিলেন এই বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিকেটার।

তিনি ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য। ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারিও ছিলেন তিনি। আর কেউ নন তিনি মুনাফ প্যাটেল।

madhyamik and Higher Secondary exam schedule

২০১৮ সালের নভেম্বর মাসে সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন ভারতের হয়ে বলে আগুন ঝরানো ডানহাতি এই পেসার। কিছুদিন আগে গুজরাতের ঢঙ্গ জেলার একটি স্কুলের শিশুদের পড়াশুনার সমস্ত দায়িত্ব কাধে তুলে নিয়েছেন তিনি। এই বিষয়ে মুনাফ জানান, ‘ করোনা মহামারির কারণে এখন এমনিই স্কুল বন্ধ। পড়াশুনা চলছে অনলাইনে। বাচ্চারা এই অতিমারিতে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি আমি ও কয়েকজন বন্ধু মিলে গুজরাতের ঢঙ্গ জেলার একটি বিদ্যালয়ে গিয়েছিলাম। সেদিন স্কুলের পড়ুয়ারাও এসেছিল। আমিজানতে পারি এই স্কুলের বেশিরভাগ বাচ্চারাই খুব অভাবী পরিবারের। ওদের খুব প্রয়োজনীয় যেমন পড়াশোনার বই, তেমনই প্রয়োজন পুষ্টিকর খাওয়াদাওয়ার এই ভাইরাস সংক্রমণের সময়। তাই আমরা ওদের বইপত্র, খাদ্য সমস্ত কিছুর দায়িত্ব নেই ‘।

মুনাফ আরও জানান , ‘ কোভিড সংক্রমণের প্রথম ঢেউ যখন ভারতে এসেছিল, সেই সময়েও কিছু কিছু জায়গায় গিয়ে দুঃস্থ মানুষ বা করোনা তে কর্মহীনদের মধ্যে সাধ্যমতো খাবার বিতরণ করেছি। আমরা সবাই যদি একটু আধটুও কিছু করতে পারি, সমাজ উপকৃত হবে।’ মুনাফ আরও জানান, ‘এই পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চা। তাই ওদের নিয়ে এমন পরিস্থিতিতে কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে।’

Related posts

১০ই ডিসেম্বর: CV রমন, অমর্ত্য সেনের নোবেল পুরস্কার প্রাপ্তি এবং আরো কিছু স্মরণীয় ঘটনা যা আজকের দিনে ঘটেছিল

News Desk

আজ গণেশ চতুর্থী! এই রাতে ভুলেও তাকাবেন না চাঁদের দিকে, জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল

News Desk

তাসের প্যাকেটে ৪ কিং এর মধ্যে ‘কিং অব হার্টস’-এর গোঁফ নেই কেন, কারণ জানলে অবাক হবেন

News Desk