Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

প্ল্যাটফর্মে একা দাড়িয়ে কেঁদেই যাচ্ছিল মেয়েটি! খোঁজ নিতেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

ছত্তিশগড় এর বাসিন্দা এক নাবালিকা প্রেমে পাগল হয়ে পৌঁছে গেল রাজস্থানের ধোলপুরে। এসেছিল সে তার প্রেমিকের কাছে। এইদিকে প্রেমিক বাবাজীবন বেপাত্তা। তার ফোনে ফোন করলেও সুইচ অফ আসছে। দীর্ঘ সময় কাটতে থাকে রেল স্টেশনেই ওই কিশোরীর। তারপর… পড়ুন পুরো ঘটনাটা!

ধোলপুর রেলস্টেশনে নেমে পড়া নাবালিকা কিশোরী, যে যুবকের উপর ভরসা করে বাড়ি থেকে বেরিয়ে পালিয়ে গিয়েছিল, তার আর দেখা পাওয়া যায়নি। একাদশ শ্রেণিতে পাঠরতা ওই নাবালিকা তার প্রেমিকের সাথে দেখা করতে ধোলপুরকেই আগ্রা ভেবে নেমে রেলস্টেশনেই তার প্রেমিকের জন্য অপেক্ষা করতে থাকে।

দীর্ঘ অপেক্ষার পরও যখন প্রেমিকার ফোন চালু হয়না, তখন নাবালিকা নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে রেলস্টেশনেই কাঁদতে শুরু করে। রেলস্টেশনে শিশু হেল্পলাইন টিম নাবালিকাকে কাঁদতে দেখে তাকে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। সবটা শুনে তারা তাকে বুঝিয়ে বলে। শিশু কল্যাণ কমিটি মেয়েটির সাথে কথা বলে মেয়েটির কাছ থেকে তথ্য নেয় এবং ফোনের মাধ্যমে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে। এরপর কমিটির সদস্য গিরিশ গুর্জার মেয়েটিকে সখী ওয়ান স্টপ সেন্টারে নিয়ে যান যেখানে তার পরিবারের সদস্যদেরও ডাকা হয়।

নাবালিকার স্বজনরা ধোলপুর সিডব্লিউসিকে জানিয়েছেন যে তারা সংশ্লিষ্ট থানায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কন্যা অপহরণের মামলা দায়ের করেছিলেন। স্বজনরা জানিয়েছেন যে তাদের নাবালিকা মেয়ে সকালে স্কুলের জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, পরে সে বাড়িতে পৌঁছায়নি। আশেপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া যায়নি।

এই ঘটনার বিষয়ে সিডব্লিউসি সদস্য গিরিশ গুর্জার বলেন, কাউন্সেলিং চলাকালীন নাবালিকা মেয়েটি জানায় যে তার প্রেমিক তাকে ছত্তিশগড়ের রেলস্টেশনে ডেকে পাঠিয়েছিল। সে পৌঁছলে প্রেমিক তাঁকে ফোন করে জানতে চায় যে তার কাছে কয়েক দিনের জন্য বাড়ি ভাড়া এবং খাবারের জন্য টাকা আছে কি না। এতে মেয়েটি জানায় যে সে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়েছে এবং তার কাছে টাকা বা গয়নাগাটি কিছুই নেই। একথা শুনে প্রেমিক ফোন কেটে দেয় এবং এরপর দিশেহারা মেয়েটি ট্রেনে উঠে বসে এই ভেবে যে তার প্রেমিকা তার সাথে আগ্রায় দেখা করবে বা তার কাছে আসবে। শিশু কল্যাণ কমিটি নাবালিকাকে উদ্ধৃত করে বলেছে যে সে প্রেমিকের সাথে ভাড়া বাড়িতে একসাথে থাকার পরিকল্পনা করে আগ্রায় এসেছিল। তাঁকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related posts

জানেন দক্ষিণ দিনাজপুরের রহস্যময় ১৮ হাতের দেবী মূর্তির কাহিনী! জড়িয়ে আছে পুরাণের উপাখ্যান

News Desk

“ম্যাডাম আমার বিয়ে ভেঙ্গে দেবেন নাকি” _ কেবিসি-র সেটে মহা বিড়ম্বনায় ‘বিগ বি’

News Desk

কে এই অর্পিতা মুখার্জি? যার বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কোটি টাকা উদ্ধার করলো ইডি

News Desk