করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ আসার পর এই রাজ্যে গত ৫ মে থেকে লোকাল ট্রেনের স্বাভাবিক চলাচল বন্ধ ছিল। শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলছিল। গত ৩১ই অক্টোবর থেকে টাইম টেবল মেনে সর্বসাধারণের জন্য লোকাল ট্রেন চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে করোনা সংক্রমনের কথা মাথায় রেখে জানানো হয়েছে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। পাশাপাশি নিতান্ত জরুরী দরকার ছাড়া লোকাল ট্রেনে যাতে সফর না করা হয় তার জন্য সর্ব সাধারণের কাছে রাজ্য প্রশাসনের এবং রেলের তরফে অনুরোধ করা হয়েছে। তবে গত রেলের চাকা গড়াতেই এক সপ্তাহে মধ্যেই দেখা গিয়েছে করোনাকালের পূর্বের সেই চেনা ভীড়। ভারতের পূর্ব রেলের মতো একই পরিস্থিতি পশ্চিম রেলেও। এমন অবস্থায় মুম্বই শাখায় লোকাল ট্রেনের ভিড় কমানোর জন্য অসংরক্ষিত টিকিটের অ্যাপ ইউটিএস (আনরিজার্ভ টিকেটিং সিস্টেম)-এর সঙ্গে করোনা টিকার অ্যাপ কো-উইন কে যুক্ত করার কথা ভাবা হচ্ছে। এমনটা ভাবার কারণ হচ্ছে এর দ্বারা যাদের দুটো টিকা হয়ে গেছে তাদের চিহ্নিত করে টিকিট দিতে সুবিধা হবে। বাকিদের টিকিট দেওয়া হবে না।
ইউটিএস রেল পরিচালিত টিকিট কাটার সর্বভারতীয় অ্যাপ। প্রচুর সংখ্যক মানুষ এই অ্যাপ থেকে টিকিট কাটেন। তাই ইউটিএস কো-উইন অ্যাপের সঙ্গে যুক্ত হলে পুরো দেশেই কার্যকর হবে। তবে সত্যিই যদি এমনটা হয় তাহলে এই রাজ্য এও সেই পদ্ধতিতে দুটি টিকার ডোজ নিয়ে তবেই টিকিট কাটা বিষয়ক নিয়ন্ত্রণ কার্যকর হবে কি না সে ব্যাপারে পূর্ব বা দক্ষিণ-পূর্ব রেলের সূত্রে এখনও কিছু জানানো যায়নি। তবে পশ্চিম ও মধ্য রেল সূত্রে যতদূর খবর, ইতিমধ্যেই এমন ভাবনা চিন্তা শুরু করেছে ভারতীয় রেল।
করোনা টিকার যে শংসাপত্র দেওয়া হয় তাতে টিকা প্রাপকের কোনো ছবি থাকে না। তাই কাউন্টার থেকে টিকিট কাটার সময়ে টিকার শংসাপত্র ছাড়া টিকিট না দিতে চাইলেও সেটি করা কতোটা কার্যকর হবে তাই নিয়ে সন্দেহ আছে। সেই কারণেই রেলের মত ইউটিএস আর কো-উইন অ্যাপ যুক্ত থাকুক। এর দ্বারা অ্যাপের মাধ্যমে যাঁরা টিকিট কেটে ট্রেনে উঠেছেন যারা সেই ভীড় অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। এর ফলে লোকাল ট্রেনে ভিড় অনেকটাই কমানো যাবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
এখন ইউটিএস অ্যাপে সকলেই টিকিট কাটতে পারছেন। দৈনিক বা সিজন টিকিট কাটা যাচ্ছে। আপাতত ইউটিএস অ্যাপে করোনা টিকার সার্টিফিকেট আপলোড করার কোনও ব্যবস্থা নেই। সেটা হয়ে গেলে এই অ্যাপ ব্যাবহার করে কে টিকিট কাটবে আর কে কাটতে পারবেন না তার উপরে নিয়ন্ত্রণ আসতে পারে।