Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

দুর্ঘটনায় দৃষ্টি হারিয়েছেন, KBC -এর এই সিজনে প্রথম কোটিপতি হিমানি বুন্দেলার কাহিনী জানেন?

সম্প্রতি দেশ জুড়ে আলোচনার শীর্ষে উঠে এসেছে হিমানী বুন্দেলার নাম। চোখে সেই ভাবে দেখতে পান না। কিন্তু সব প্রতিবন্ধকতা কে জয় করে তিনি এই কৌন বনেগা ক্রোড়পতির সিজনের প্রথম কোটিপতি। ১৫ বছর বয়স থেকে হিমানী এই শোয়ে অংশগ্রহণ করতে চেয়েছেন। অবশেষে অমিতাভ বচ্চনের বিপরীতে বসে স্বপ্ন পূরণ করলেন তিনি।

সম্প্রতি সোনি টিভি সোশ্যাল মিডিয়ায় কেবিসি শোয়ের (KBC) একটি একটি আপকামিং প্রোমো ভিডিও (Upcoming Promo Video) শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে, কেবিসি শোয়ের হোস্ট অমিতাভ বচ্চন হিমানি বুন্দেলাকে (Himani Bundela) বলছেন, ‘আপনি প্রশ্নের সঠিক জবাব দিয়ে জিতে গেলেন ১ কোটি টাকা।’ কোটিপতি হওয়ার খবর শুনে খুশিতে উচ্ছসিত হয়ে ওঠেন হিমানিও। এক কোটি টাকা জিতলেও তার পরের ধাপে শেষ প্রশ্নের উত্তর দিয়ে ৭ সাত কোটি টাকা কি জিতে নিতে পারবেন হিমানি? এই প্রশ্নের ধাঁধা অবশ্য প্রোমো ভিডিয়োতেও রহস্যই রেখে দেওয়া হয়েছে।

সেখানে অবশ্য দেখা যাচ্ছে, ১ কোটি টাকা জিতে নেওয়ার পরও তিনি অমিতাভ বচ্চনের সাত কোটি টাকার প্রশ্নের চ্যালেঞ্জেরও সন্মুখীন হয়েছেন। তিনি তার উত্তরও দিয়েছেন। উত্তর দিয়ে হিমানি জানান, ‘এই উত্তরেই লক করে দিন, বাকিটা উপরওয়ালার মর্জি।’

২৩ অগস্ট থেকে শুরু হয়েছে কৌন বনেগা ক্রোড়পতির সিজন ১৩ (Kaun Banega Crorepati Season 13)। শুরু হওয়ার প্রথম কিছু দিনের মধ্যেই কোটি টাকা জিতে নিলেন এই দৃষ্টিহীন প্রতিযোগী। হিমানি বুন্দেলা আগ্রায় একজন স্কুল শিক্ষিকা। দুর্ঘটনায় চোখের দৃষ্টি ঝাপসা। কেমন ছিল আগ্রা থেকে ‘কোন বনেগা ক্রোড়পতি’-র আমিতাভ বচ্চনের সামনে বসে KBC -এর হটসিটে পৌঁছনোর যাত্রাটা? হিমানির বলেছেন, ‘ উপরে উঠতে চাইলে তার জন্য ডানা নয়, দরকার মনোবল।’ শারীরিক প্রতিবন্ধকতা কে দূরে রেখে নিজের আত্মবিশ্বাসে বলিয়ান তিনি। তাই প্রমো তে দেখা যায়, অমিতাভ বচ্চনকে হীমানি আত্মবিশ্বাসী হয়ে বলেন, ‘জয় মাতা দি… লক ইট স্যার। যদি উত্তর ঠিক না হয়, কিছু কষ্ট পাওয়ার নেই। সবটাই ঈশ্বরের ইচ্ছা।’

Related posts

শুধু সামাজিক কারণ নয়, আছে হিন্দু বিবাহিত মহিলাদের সিঁদুর পড়ার বৈজ্ঞানিক কারণও

News Desk

‘ধনী মহিলাদের সাথে বন্ধুত্ব, প্লে বয়ের বিজ্ঞাপন’, প্রলুব্ধ হয়ে সাড়া দিলেই যা হতো..

News Desk

M.A পাশ করেও বেকার! লোকাল ট্রেনে হকারি করে দিন গুজরান করছেন প্রতিবন্ধী যুবক

News Desk