Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

শীঘ্রই জন্ম নিতে চলেছে ‘সন্তান’, বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন মার্কিন গায়ক! হতবাক সকলে

শীঘ্রই জন্ম নিতে চলছে সন্তান। তাই তাকে পৃথিবীর আলো দেখানোর আগে গর্ভবস্থাকালীন ফটোশ্যুট করলেন গ্র্যামি পুরস্কার বিজয়ী মার্কিন এক গায়ক। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই চোখ কপালে উঠলো নেটিজেনদের। এও কি সম্ভব! সাদা রঙের ট্রাউজার আর লম্বা সাদা জ্যাকেট, হাতে একটি সাদা গোলাপের ঝাঁক, মাথায় সাদা গোলাপ দিয়ে বানানো একটি মুকুট- এমন সজ্জাতেই নিজের বেবি বাম্প দেখিয়ে ফটোশুট সারলেন মার্কিন গায়ক লিল নাস এক্স (Lil Nas X)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে সন্তানের আগমনের সুখবর শেয়ার করে নিয়েছেন এই মার্কিন গায়ক। শুধু তাই নয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিল নাস এক্স এও ঘোষণা করেন আগামী ১৭ সেপ্টেম্বর জন্ম নেবে তাঁর ‘সন্তান’ মন্টেরো (MONTERO)। আর এই ছবি দেখে চোখ কপালে ভক্তদের। বেশিরভাগ মানুষই তো ব্যাপারটা কী ঘটছে তা বোধগম্য করতে পারেননি।

তবে অবাক হওয়ার কোনো কারণ নেই। আসলে নকল বেবি বাম্প ব্যবহার করে নিজের গর্ভাবস্থার ফটোশ্যুট সেরেছেন ২২ বছর বয়সী এই মার্কিন গায়ক। কিন্তু এর কারণ কি? আসলে ১৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে তাঁর বহুপ্রতীক্ষিত গানের অ্যালবাম ‘মন্টেরো’। আর নিজের মিউজিক ভিডিওর ঘোষণার জন্যই এমন অভিনব উপায় বেছে নিয়েছেন গ্র্যামি পুরস্কার বিজয়ী মার্কিন গায়ক। ‘কল মি বাই ইয়োর নেম’ গানের এই জনপ্রিয় গায়কের নতুন অ্যালবমে একই সাথে থাকবেন মইলি সাইরাল, জ্যাক হারলো, ডোজা ক্যাট, মেগান থি-র মতো বহু চর্চিত তারকারা।

কিন্তু নকল বেবি বাম্প লাগিয়ে নতুন গানের অ্যালবামের বিজ্ঞাপন করার পন্থাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নেটিজনদের নানা মন্তব্য। এক পক্ষ এই ফটোশুট ঘিরে মজা পেলেও আরেকদল এর কাছ থেকে চরম সমালোচনার মুখে পড়েছেন Lil Nas X। তবে এই সব সমলোচনা বা মন্তব্যকে মোটেই আমল দিতে চান না তিনি। সমালোচকদের উদ্দেশে গায়কের পালটা বার্তা- ‘নেগেটিভ কথাবার্তা আমার জন্ম নিতে চলা সন্তানের স্বাস্থ্যের জন্য ভালো নয়, তাই আমি সেইসব কিছু থেকে দূরে থাকতে সোশ্যাল মিডিয়া থেকে অফলাইন হলাম’।

Related posts

অ্যামাজনের গভীরে লুকিয়ে আছে কোন রহস্য , জানেন!

News Desk

আসন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত দেয় , রহস্যময় ভীমকুণ্ডের সুগভীরে লুকিয়ে আছে কি রহস্য?

dainikaccess

বাংলার মূর্তি রূপে কালীপুজো কিভাবে এল? নবদ্বীপের এক তান্ত্রিকের স্বপ্নে এসেছিল আদেশ

News Desk