Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কেন বছরের শুরুতেই এত যৌন চাহিদা বেড়ে যায়? আসলে কি কারণ..

বর্ষশেষে নতুন বছর আসার অপেক্ষায় উৎসবে মেতে ওঠেন সবাই, ঠিক এই সময়েই দম্পতিরা যৌন মিলন করতে চান। এক সমিক্ষায় দেখা গেছে ১০ এর মধ্যে ৪জনই সম্মতি জানিয়েছেন এ ব্যাপারে। আবার এই সময় বিভিন্ন সেক্স টয়ের বিক্রিও প্রচুর হয়। আসুন জেনে নেওয়া যাক কেন।

এক সপ্তাহে প্রতিদিন অফিস, কাজ, বাড়ি এই এক রুটিনে থেকে ক্লান্ত হয়ে একটা মাত্র মুক্তির দিন পায় রবিবার, যা কোনও না কোনও কাজে সেইদিনও চলে যায় ব্যস্ততায়। এতে সময় নেই শারীরিক মিলনের (Sex) । অন্য দিকে, যারা চাকরি সূত্রে অনেক স্বামী-স্ত্রী আলাদা থাকেন এমন অনেকে আছেন। মাত্র একবার দেখা হয় চার মাসে। শারীরিক সম্পর্ক সেই সময় ঘটলেও, তা হয় অল্প সময়ের জন্য। হয়তো এই কারণেই বর্তমান যুগে নানা রকম সমস্যা তৈরি হয়েছে শারীরিক সম্পর্ক নিয়ে। অনিহা দেখা দিচ্ছে। তবে, উৎসবের সময় এই সম্পর্ক বেশি মাত্রায় উপভোগ করেন দম্পতিরা যা গবেষণা (Research) বলছে। সকলের মধ্যে ফেস্টিভ সেক্সের (Festive Sex) আগ্রহ তৈরি হয়।

সম্প্রতি, শারীরিক সম্পর্ক নিয়ে একটি সার্ভে (Survey) হয়েছে বিদেশে। এমন তথ্য সেখানে উঠে এসেছে। সার্ভেতে জানা গিয়েছে, শারীরিক সম্পর্ক প্রসঙ্গে বেশি আগ্রহী থাকেন দম্পতিরা বর্ষশেষের (Year Ending) উৎসবের সময়। এই সময় যৌন মিলন উভোগ করেন ১০ জনের মধ্যে ৪ জনের বেশি লোক বলেছে। এমনকী, সেক্সটয় বিক্রির হারও এই সময় বেশি থাকে। 

গবেষণা বলছে, দম্পতিদের (Couple) মধ্যে যৌন (Sex) মিলনের আগ্রহ বেশি দেখা যায় বর্ষশেষের উৎসব কিংবা নতুন বছররে শুরু সময়। এর পিছনে একাধিক কারণ রয়েছে।

প্রথমত, অনেকেই ছুটি উপভোগ করেন এই সময়। সাময়িক বিরতি পান নিত্যদিনের ব্যস্ততম জীবন থেকে। ফলে, উৎফুল্ল (Free) থাকেন মানসিক ভাবে। ফলে আগ্রহ দেখা যায় শারীরিক চাহিদা পরিতৃপ্তিতে। জানা গিয়েছে, মানসিক ভাবে অস্থিরতা অনুভব করেন অনেকেই নিত্য দিনের কর্মব্যস্ততা, অফিসের চাপ ও পারিবারিক চাপের কারণে। এই জন্য অনিহা দেখা দেয় শারীরিক সম্পর্কের প্রতি। কিন্তু, তা থাকে না বছরের এই সময়টা ফলে, সকলেই আগ্রহী (Interest) হন শারীরিক সম্পর্কের প্রতি।   

একান্তে সময় কাটান অনেকে বছরের এই সময়টা। যা আগ্রহ তৈরি করে যৌন চাহিদার প্রতি, সার্ভেতে এমনটাই উঠে এসেছে। জানা গিয়েছে, এই সময় অনেক দম্পতি ঘুরতে যান একান্তে। সময় দিয়ে থাকেন দুজনে দুজনকে। ফলে, দুজনে দুজনের কাছে আসার সুযোগ পান মানসিক ও শারীরিক উভয় ভাবেই। শারীরিক চাহিদা (Physical Need) পূরণে এর থেকে আগ্রহ জাগে। সে যাই হোক, শারীরিক সম্পর্কের প্রতি দম্পতির যে আগ্রহ বাড়ে উৎসবের সময় তা এক নয়, একাধিকবার প্রমাণ হয়েছে। 
 

Related posts

পোস্ট অফিসের এই প্রকল্পে একবার মাত্র বিনিয়োগ করলে আপনি পেতে পারেন প্রতি মাসে ৫০০০ টাকা

News Desk

ফেসবুক লাইভে এসে বকখালীর জঙ্গলে ঝুলে পড়লেন একই পরিবারের স্বামী, স্ত্রী, ছেলে! কি কারণ

News Desk

১০৪ জন যাত্রী সমেত সুড়ঙ্গে ঢুকেই গায়েব হয়ে যায় আস্ত একটি ট্রেন! ১১০ বছরেও খোঁজ মেলেনি

News Desk