Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিনা অনুমতিতে আপনার কল অপর প্রান্তে কেউ কি রেকর্ড করছে! সহজ উপায়ে বুঝে নিন

পুরনো সময় শুধু নম্বর খুঁজে ফোন করার যুগ ছেড়ে মোবাইল ফোন আজকে স্মার্ট। বর্তমানে স্মার্ট ফোনের সাহায্যে যেকোনো কাজই খুব সহজ সাধ্য হয়ে উঠেছে। কিন্তু কথা বলতে আজও প্রয়োজন সেই সাধারন কলের। নানা মেসেজিং অ্যাপ, ইন্টারনেট কলিং অ্যাপ এলেও আজও সাধারণ কল করতে মানুষের ভরসা সেই কিন্তু ফোন কল! যতই চ্যাট মেসেজে কথাবার্তা চলুক না কেন সরাসরি কথা বলতে আজও সাধারণ ফোন কলের বিকল্প পদ্ধতি আর নেই! শুধু তাই নয় সেই সব কলে কি কথাবার্তা চলছে তা স্মার্টফোনের দৌলতে রেকর্ড করে রাখা কোনো ব্যপারই নয়। কল রেকর্ড করার ফিচার ভীষণই সামান্য ব্যাপার হয়ে উঠেছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে। বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার সময়ই ইনবিল্ট ভয়েস কল রেকর্ডিং ফিচার দেয়। অন্যদিকে, কোনো কোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোন যাতে এই সব ফিচার দেওয়া নেই, তারাও গুগল প্লে স্টোর থেকে এমন অনেক অ্যাপ নিজের ফোনে ডাউনলোড করে নিতে পারেন যা ভয়েস কল রেকর্ডিং করার সুবিধা দেয়।

কিন্তু এই সুবিধার কিছু অসতর্ক দিকও আছে। যেমন অনেক সময় বিনা অনুমতিতেই অনেকে আপনার কল রেকর্ড করে নেন নিজের স্বার্থে। সেটা নিজের ফোনে সেভ রেখে পরে তা ব্যবহার করে আপনাকে বিপদেও ফেলা যেতে পারে। কিন্তু ফোনের প্রান্তে থাকা আপনি কোনও ভাবেই তা ঠাওর করে উঠতে পারেন না যে আপনার সাথে কথা বলাকালীন কেউ আপনার কথা রেকর্ড করে রাখছে কিনা! তাহলে উপায়!

উপায় আছে। এই বিষয়ে সামান্য সতর্কতার সাথেই আপনি ধরে নিতে পারেন যে কোথাও আপনার কল রেকর্ড তো করা হচ্ছে না! জেনে নিন কিভাবে বুঝতে পারবেন।

call recording

যদি আপনি ভয়েস কলে কথা বলার সময় মনে হয়ে যে সামান্য কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য কোনো একটি বীপ এর আওয়াজ শুনতে পারছেন তবে এর মাধ্যমে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার কল রেকর্ড করা হচ্ছে।

অনেক সময় ফোনের অন্য প্রান্তে থাকা মানুষটি আপনার কথাবার্তা রেকর্ড করলে, কল শুরুর সময় লম্বা বিপ আওয়াজ শুনতে পাবেন। এই রকম লম্বা বিপ আওয়াজ শুনলেও বুঝতে হবে অপর প্রান্তের মানুষটি আপনার কল রেকর্ড করছেন। এই ক্ষেত্রে মনে রাখবেন ফোনের শুরুতে কোনো লম্বা একটি বিপ আওয়াজ আর ফোন কল কথা বলার সময়ই পর পর বিপ আওয়াজ এই দুটোর যে কোনও একটি সংকেত দিতে পারে কল রেকর্ডিংয়ের। এমন কিছু হলে সাথে সাথে সতর্ক হন।

আপনার কল রেকর্ড করা হচ্ছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়ার আরেকটি উপায় হল আপনি যদি কাউকে কল করে থাকেন এবং খেয়াল করেন যে সে কলটি স্পিকারে রেখে কথা বলছে তবে বোঝা উচিত যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে। কেনোনা স্পিকারে রেখে কল রেকর্ড করতে সুবিধা হয়।

কেউ যদি আপনার কল গুগল ডায়ালারের মাধ্যমে রেকর্ড করে তাহলে রেকর্ডিংয়ের শুরুতেই ইংরাজিতে একটি সতর্কবার্তা দেওয়া হয়। সেই শুরুর সতর্কবার্তা শুনতে পেলেও নিশ্চিত হবেন, আপনার কল রেকর্ড করা হচ্ছে।

Related posts

দেশে করোনায় সামান্য কমল দৈনিক সংক্রমণ, কিছুটা কমল মৃত্যুও

News Desk

মার্কিন ফাইজার বা মর্ডানার ভ্যাকসিন নিলে বড় হয়ে যেতে পারে হৃদপিণ্ড? কি বলছে বিশেষজ্ঞরা

News Desk

কী কারণে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রনের নতুন প্রজাতি! সংক্রমণ এড়াতে নজর রাখুন এই ১০টি উপসর্গে

News Desk