Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

১৯ নভেম্বর: লক্ষিবাই, ইন্দিরা গান্ধীর জন্ম এবং আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা যা আজকের দিনে ঘটেছিল

আজ ১৯ নভেম্বর, ২০২১, বৃহষ্পতিবার। ০৩ অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। একনজরে দেখে নিন ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আর যা যা কিছু হয়েছিল আজকের দিনে।

আজকের দিনের বিশেষ বিশেষ কিছু ঘটনা:

১৯ শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। সারা বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে লিঙ্গ সমতা বজায় রাখতে এই দিনটি পালন করা হয়।

২০০১ সালে আজকের দিনেই বিশ্বে টয়লেট ব্যবহার ও স্যানিটাইজেশন সম্পর্কে ক্যাম্পেইন শুরু করে ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন। সেই থেকে এই দিনটি বিশ্ব টয়লেট দিবস হিসাবে পালিত।

১৮১৬ – পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৮৬৩ – মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গে তার বিখ্যাত স্বাধীনতার ভাষণ দেন।

১৯৪২ – সোভিয়েত ইউনিয়ন স্তালিনগ্রাদে জার্মান বাহিনীর ওপর পাল্টা আক্রমণ শুরু করে।

১৯৭৭ – মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাত অধিকৃত বায়তুল মোকাদ্দাস সফর করেন।

১৯৮২ – দিল্লিতে নবম এশিয়ান গেমস শুরু।

১৯৯০ – ওয়ারশ’ ও ন্যাটো জোটের সদস্যভুক্ত দেশগুলোর নেতারা প্যারিসে এক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পূর্ব ও প্রাচ্যের দুই ব্লকের মধ্যকার শীতল যুদ্ধের অবসান ঘটান।

১৯৯৯ – চীন প্রথমবারের মতো শেন ঝু স্পেসক্রাফট মহাকাশে প্রেরণ করে।

ইতিহাসে এই দিনে বিশিষ্টজনের জন্মদিন:

১৮৩৫ – ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ লক্ষ্মী বাঈ এর জন্ম।

১৮৩৮ – ব্রাহ্ম সমাজের নেতা ও সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন জন্মগ্রহণ করেন।

১৮৯৩ – চীনের কমিউনিস্ট নেতা মাও সে তুংয়ের জন্ম।

১৯১৭ – ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও জওহের লাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী।

১৯১৮ – দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, তিনি ছিলেনভারতের একজন প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক।

১৯২৩ – গীতিকার সলিল চৌধুরী জন্মগ্রহণ করেন।

১৯৫১ – ভারতের প্রখ্যাত অভিনেত্রী জিনাত আমান।

১৯৭৫ – মিস ইউনিভার্স সুস্মিতা সেনের জন্ম হয়। তিনি প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট লাভ করেন।

ইতিহাসে এই দিনে বিখ্যাত যেসব ব্যক্তিদের মৃত্যুবার্ষিকী :

১৮৩১ – আজকের দিনে মৃত্যুবরণ করেন উত্তর চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণকারি ব্রিটিশ বিরোধী বিপ্লবী তিতুমীর, যাঁর প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী।

Related posts

ভারতের এই মন্দিরে প্রবেশ করেন না কোনো জীবিত ব্যাক্তি! শুধুমাত্র মৃত্যুর পরেই দর্শন করা যায় বিশ্বাস!

News Desk

স্বপ্নে দেখছেন আপনি উঁচু থেকে লাফ দিচ্ছেন! এমন স্বপ্ন আসার অর্থ কি?

News Desk

এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে অতীতে ‘সেক্সচ্যাট’ করেছিলেন স্ত্রী! হাতে পড়ল স্বামীর! তারপর…

News Desk