তিনি জন্মসূত্রে বাঙালি নন। কিন্তু বাঙালি সিনেমাপ্রেমীদের মনের একটা বড় অংশ জুড়ে তিনি। অবাঙালি হলেও বেড়ে ওঠা দক্ষিণ কলকাতায়। ভারতের এবং পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র তিনি এই কথা আজ প্রতিষ্ঠিত। সুপারস্টার জিৎ। আজ তার জন্মদিন। টেলিভিশন সিরিয়ালের মাধ্যমেই সিনেমা জগতে প্রবেশ তার। এরপর নিজের যোগ্যতায়, আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রমের জোরে নিজের জায়গা করে নিয়েছেন টলি পাড়ায়। চলুন তার জন্মদিনে জেনেনি তার জীবনের কিছু অজানা কথা।
জিতের জন্ম কলকাতার এক অবাঙালী পরিবারে , ১৯৭৮ সালের ৩০ নভেম্বর। তরুণ বয়সেই নানা পত্রপত্রিকায় ফটো শুট এবং মডেলিং করে ক্যারিয়ার শুরু করে জিৎ। টিভিতে একটি গেঞ্জির কমার্শিয়াল বিজ্ঞাপনে তিনি নজর কাড়েন। এরপরে তার কাছে সুযোগ আসে কিছু টিভি সিরিয়ালে অভিনয়ের। অভিনয় করেন যেমন বিষবৃক্ষ, জন্মভূমি ইত্যাদি তে।
তারপর সিনেমা জগতে প্রবেশ তার। শুরুতে কিন্তু বাংলা নয় তামিল ছবি দিয়ে যাত্রা শুরু জিতের। অনেকেরই জানা নেই জিতের প্রথম ছবি ছিল চন্দু। কিন্তু সেই ছবি দর্শকদের মনে সেই ভাবে সাড়া ফেলেনি। এরপর ২০০১ সালে পরিচালক হরনাথ চক্রবর্তী তাকে সাথী ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন। এই ছবিটি হচ্ছে জিৎ-এর কেরিয়ারে টার্নিং পয়েন্ট। প্রথমে সাথী ছবির জন্যে পরিচালক প্রসেঞ্জিত চ্যাটার্জী কে অফার করেন। কিন্তু একজন তরুণ কলেজ ছাত্রের ভূমিকায় তিনি অভিনয় করতে চান নি, তাই সেই অফার যায় নবাগত জিত-এর কাছে। আর সেই সিনেমা হয় সুপার হিট।
তবে জিৎ এই বিষয় কতোটা একমত বলা শক্ত কারণ এক সাক্ষাৎকারে জিৎ বলেছিল, “সাথী না এলেও হাতি আসত, প্রতিভা এবং ডেডিকেশান থাকলে সাফল্য আসবেই।”
এই সিনেমার পর একে একে নাটের গুরু, বন্ধন, সঙ্গী, যুদ্ধ ইত্যাদি সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের জায়গা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে পাকা করে ফেলেন এই অভিনেতা। রঞ্জিত মল্লিক এর মেয়ে কোয়েল মল্লিকের সাথে জিতের জুটি দর্শকদের মনে দারুন জায়গা করে নেয়। ২০১২ সালে জিৎ সূচনা করেন নিজের প্রোডাকশান সংস্থা গ্রাসরুট এন্টারটেইনমেন্ট এর। এই প্রোডাকশন হাউস এর প্রথম ছবি ১০০% লাভ। এরপর বস, আওয়ারা ইত্যাদি কিছু সিনেমা সাফল্যের সাথে প্রযোজনা করেন জিত।
জিৎ সুপারস্টার হলেও নিজের পরিবারের বিষয়ে ওয়াকিবহাল। তিনি এখনও কালীঘাটের নিজের পৈতৃক বাড়িতেই বসবাস করেন। ২০১১ সালের ২৪শে ফেব্রুয়ারী মোহনা রতলানীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জিৎ। মোহনা লক্ষৌ শহরের একজন স্কুল শিক্ষিকা ছিলেন। ২০১২ সালের ১২ই ডিসেম্বর জিৎ এক কন্যা সন্তান এর পিতা হন।