Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিয়ে মানেই গায়ে হলুদের অনুষ্ঠান! কিন্তু কেন গায়ে হলুদ দেওয়ার প্রথা রয়েছে তা জানেন?

ভারতের বিয়ের অনুষ্ঠান মানেই গায়ে হলুদ মাস্ট। বিয়ের দিন বর ও কনে উভয়ের গায়ে হলুদ বাটা মাখিয়ে গায়ে হলুদ দেওয়া এই দেশে বিয়ের এক অবিচ্ছেদ্য রীতি। যুগ যুগ ধরে চলে আসছে এই গায়ে হলুদ দেওয়ার রীতি। কিন্তু জানেন কি এই গায়ে হলুদের প্রথার কারণ কী? বিয়ের অনুষ্ঠানের আগে কেন পাত্র বা পাত্রীর গায়ে হলুদ মাখিয়ে দেওয়ার রীতি প্রচলিত আছে? এই প্রতিবেদনে সেই বিষয়ে বলা হয়।

গায়ে হলুদের রীতি আজকের নয়। পুরাণেও নানা জায়গায় হিন্দু বিয়ে তে গাত্রহরিদ্রা বা গায়ে হলুদের চল ছিল। শুধু এই দেশের হিন্দুদের মধ্যে নয় মুসলিমদের মধ্যেও বিয়ের আগের রাতে বিয়ের আগে এবং পড়ের দিন দুপুরে গায়ে হলুদের অনুষ্ঠানের চল আছে। প্রাকৃতিক এই উপাদানের কি এমন বিশেষত্ব আছে যে বিয়ের সময় হলুদ মাখার চল শুরু হল?

• হলুদের মধ্যে আছে জীবাণুনাশক ধর্ম। হলুদ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আয়ুর্বেদ বিশারদদের মতে হলুদ আমাদের শরীর আর মনকে শুদ্ধ আর শান্ত করে। এছাড়াও হলুদ হল জীবাণুনাশক। হলুদ আমাদের শরীরের জন্য উপকারী হবার কারণে এটি আমাদের জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িত। বিবাহিত জীবনের জন্য দুজন নতুন মানুষকে স্বাগত জানাতে তাই হলুদ এর চেয়ে ভালো কী আছে। সেই কারণেই বিয়ের অনুষ্ঠান শুরুর জন্য হলুদ মাখার চেয়ে বেশি শুভ আর কি হতে পারে।

• বিশেষজ্ঞদের মতে, কাঁচা হলুদ জীবাণুনাশক হওয়ার পাশাপাশি হলুদ শরীরকে পরিষ্কার করে ও নানা জীবাণুর সংক্রমণ কে দূরে রাখে। শরীরে তাপের ভারসাম্য বজায় রাখে ও শরীরকে ঠান্ডা রাখতে সহায়ক। বিয়ের দিন এমনিতেই অনেক ঝক্কি ঝামেলা থাকে। উপোস রাখতে হয় অনেককেই। তাই বিয়ের দিন বর-কনের স্বাস্থ্য ভাল রাখতে, কোনো জীবাণু এর সংক্রমণ থেকে বাঁচাতে হলুদ মাখানোর রীতি আছে। আর যেহেতু বিয়ে একটি আনন্দ অনুষ্ঠান তাই বিয়ের অঙ্গ হিসাবে হলুদ মাখার সময় আনন্দ করতেই ‘গায়ে হলুদ’-কে একটি অনুষ্ঠান হিসাবে দেখা হয়।

• হলুদের মধ্যে রয়েছে এত প্রাকৃতিক গুণ যে হলুদ আমাদের কাছে প্রকৃতির আশীর্বাদ স্বরূপ। বিয়ের আগে গায়ে হলুদ মাখা এক রকম আশীর্বাদ বলেই হিন্দু ধর্মে মান্যতা দেওয়া আছে। গায়ে হলুদ মাখিয়ে তাই বর ও কনের আত্মীয় পরিজনরা হবু বর ও কনেকে আগামী বিবাহিত জীবনের জন্য আশীর্বাদ প্রদান করেন।

Related posts

নিজেই নিজের জিহ্বা চিরে দুই ভাগ করলেন মহিলা! সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিও

News Desk

একদিনে সংক্রমন বৃদ্ধি ১০ হাজারের উপর, উদ্বেগজনক ভাবে বাড়ছে অ্যাকটিভ কেসও

News Desk

সংক্রমনের হারে বদল না এলেও দেশে বাড়ছে সুস্থতা, ১৫০ দিনে সর্বনিম্ন করোনা অ্যাক্টিভ কেস

News Desk