Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

৪০-এর পরেই নাকি মেলে প্রকৃত যৌনতার সুখানুভূতি? গোপন কথা ফাঁস করলেন হলিউড অভিনেত্রী

সরকারিভাবে বয়স 4 1বছর । আবারো লাইমলাইট এসেছেন আমেরিকার মডেল তারকা কিম কার্দেশিয়ান, বক্তব্যই চাঞ্চল্য ফেলে দিয়েছে নেটদুনিয়ায় । তিনি বলেছেন 40 বছর বয়স হওয়ার পরই মানুষের আসল যৌনতার সুখ অনুভব হয় ? তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব মহলে এমনটাই দাবি উঠেছে বলে দাবি কিমের। বেশ কয়েক মাসের মধ্যেই কানিয়ে ওয়েস্ট এর সাথে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। জীবনে ০সময় লাগে নি। বর্তমানে পিঠ ডেভিডসন  কিমের প্রেমিক। যার বয়স মাত্র ২৮ বছর, কিমের থেকে বেশ অনেকটাই ছোট প্রায় বছর ১২ ছোট হলেও তাঁর মধ্যেই খুঁজে পেয়েছেন ভালবাসা। সম্প্রতি কিমের এক সাক্ষাৎকারে বক্তব্য, “যখন আমার ৪০ হল সবাই আমাকে বলেছিল এটাই আমার জীবনের সেরা সেক্স। আর এর পর থেকেই …”। আর কিছু বলেননি তিনি। আর তখনই চোখ টিপেই বুঝিয়ে দিয়েছেন কি বলতে চান।

সদ্য হওয়া প্রেমিকের সাথে তাঁর সম্পর্ক কতটা গভীর সে কথাই তুলে এনে কিমের বক্তব্য, “বুঝিনি শুধুমাত্র টিভি দেখে অথবা জিমে যাওয়ার মধ্যেও এত খুশি খুঁজে পেতে পারে মানুষ। সূত্র বলছে,আপাতত কমেডিয়ানকেই নিয়েই  অতীত ভুলে খুশি থাকতে চান তিনি।শেষ বিয়ে সুখের হয়নি কিমের । আনুষ্ঠানিক ভাবে  মার্চ মাসে বিচ্ছেদ হয়েছে তাঁর। কেনইয়ের সঙ্গে যাবতীয় সম্পর্ক চুকে গিয়েছে।

গত বছর কিম-কেনির বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। প্রাথমিক ভাবে বিভিন্ন সূত্র এই জানা গিয়েছিল, র‍্যাপার স্বামী কানইয়ের সঙ্গে ঘনঘন মতের অমিল হচ্ছিল মার্কিনী তারকার। সমস্যার সমাধান কোনওভাবেইহচ্ছিল না। বরং সময়ের সঙ্গে সঙ্গে মতবিরোধ বাড়ছিল । আর তাই কিম কার্দাশিয়ান তৃতীয়বারের জন্য ডিভোর্সের মামলা দায়ের করেছিলেন। বিচ্ছেদের কারণ স্বরূপ কিম-কেনির ডিভোর্স পেপারে লেখা হয়েছিল ‘Irreconcilable differences’।

কিমের খুব ভাল বন্ধু ছিলেন কানইয়ে বিয়ের আগে থেকেই। বিয়ের আগেই ২০১৩ সালে প্রথম কন্যাসন্তান নর্থের জন্ম দেন কিম কার্দাশিয়ান। এর ঠিক পরের বছর ২০১৪ সালে ইতালিতে বিয়ে সারেন তাঁরা। সেই বছরই দ্বিতীয়বার সন্তান (ছেলে) সেন্টের জন্ম দেন কিম। এছাড়াও শিকাগো এবং পাম (Psalm) নামের আরও দুই সন্তান রয়েছে এই তারকা জুটির। তাঁদের সম্পর্ক জোড়া লাগেনি তবে পিটের সঙ্গে প্রেম কোনদিকে এগোয় এখন সেটাই দেখার।

Related posts

অলিম্পিকে ইতিহাসের দোরগোড়ায় ভারতের বক্সার, মেরি কম ছিটকে গেলেও পদক নিশ্চিত করলেন লভলিনা

News Desk

ঘরে ও কে ঢুকেছে? রাত্রিবেলা বউমার দরজায় নজর পড়তেই হতবাক শ্বশুরমশাই

News Desk

জনপ্রিয় যৌন কর্মীর অ্যাকাউন্ট বন্ধ করে দিল ব্যাঙ্ক! কি কারণে এমন সিদ্ধান্ত?

News Desk