Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
বিনোদন

লেন্স বন্দী জাহ্নবীর মোহময়ী শরীর? ছবি পোস্ট হতেই ভাইরাল

প্রথম সারিতেই , বলিউডে স্টার কিডদের মধ্যে তাঁর নাম রয়েছে ৷ বলিউডে পা রেখেই নিজের জাত চিনিয়েছিলেন তিনি৷ তিনি মায়ের মতো বড় তারকা হয়ে উঠবেন বলেই মনে করছেন নেটিজেনরা, আগামী দিনে ৷ আর কেউ নন তিনি শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ৷

জাহ্নবী মানেই সেনসেশন সোশ্যাল মিডিয়ায় ৷ সিনে প্রেমীদের মনে উন্মাদনার খামতি নেই ‘ধড়ক’ গার্লকে নিয়ে ৷ তিনি নিজের জায়গাটা বি-টাউনে  বেশ পাকা করে নিয়েছেন ৷ সই করছেন শ্রী-কন্যা একের পর এক বিগ বাজেট ছবিতে ৷ তবে শুধু তাঁর অভিনয় নয়, তাঁর স্টাইল স্টেটমেন্টেও ৮ থেকে ৮০ ফিদা ৷ সেই সঙ্গে তিনি ফিটনেস ফ্রিকও বটে ৷ নিজের শরীরকে কী ভাবে আরও মেলে ধরতে হয়, তা বেশ ভালই জাহ্নবী জানেন ৷ বক্ষবিভাজিকায় পাগল করেন পুরুষ হৃদয়কে , কখনও সুইমস্যুট, তো কখনও বডি ফিটিংস পোশাকে ৷

জাহ্নবী ফের একবার উষ্ণতা ছড়ালেন ৷ মিষ্টি রোদ , তাঁর শরীর ছুঁয়ে ছুয়ে গেল ৷ আলোক ছটা চুইয়ে পড়ল ৷ জাহ্নবীর চকচকে নির্মেদ শরীর আর সূর্যের আলো যেন একেবারে মাখামাখি করে রয়েছে৷ তিনি বরাবরই পাপারাৎজিদের খুব প্রিয়৷ তিনি লেন্স বন্দি হয়েছেন বারবারে ৷ গায়ে রোদ মেখে এবারও হলেন ৷ আর সেই ছবি পোস্ট হতেই ভাইরাল ৷ মন ছুঁয়ে গেল নেটিদেনদের সবুজ গাছের ফাঁকে তাঁর ‘সান কিসড’ ছবি দেখে ৷ জাহ্নবীর প্রত্যেকটি ইন্সটাগ্রামের ছবি মানুষের মন কেড়েছে বারম্বার ।  

জাহ্নবীর কয়েক দিন আগে মুক্তি পাওয়া রুহি ছবির দুটি গানের বেলি ডান্স পুরুষের মনে উথাল পাথাল করে দিয়েছিল নিমেষের মধ্যে । বি টাউনে বর্তমানে বেলি ডান্স পারেন এমন অনেকেই আছেন ,কিন্তু নতুন আসা অথবা নিউ কামার হিসেবে এই প্রথম কারোর বেলি ডান্স দেখে অভিভূত নেটিজেনরা । আগামী ছবি গুলির জন্য শুভেচ্ছা রইল জাহ্নবীর ।

Related posts

সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, হাতে চূড়া, নববধূর বেশে ইয়ামি গৌতমের নতুন ছবিতে বুঁদ নেট দুনিয়া

News Desk

আবারো শোকের খবর বলিউডে! ঘুমের মধ্যেই মারা গেলেন ‘টু স্টেট’ সিনেমা খ্যাত অভিনেতা

News Desk

দেবের উপর হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছেন অঙ্কুশ হাজরা! ফেসবুক পোষ্ট করে নিজেই জানালেন সে কথা

News Desk