Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ভারতীয় দলের জার্সিতে আবারও দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। দলে ফিরছেন? জল্পনা শুরু

মহেন্দ্র সিংহ ধোনি কে আবারও দেখা গেল ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে। ভারত যখন প্রস্তুতি নিচ্ছে টি২০ বিশ্বকাপের , তার আগে আবারও ভারতীয় টিমের জার্সি গায়ে ক্যাপ্টেন কুল? তাহলে কি তিনি প্রত্যাবর্তন করছেন বিরাট কোহলীর দলে? এই নিয়ে শুরু হয় গেছে জোর জল্পনা। ভারতীয় ক্রিকেট দল বর্তমান জার্সি কখনোই গায়ে দেয়নি ধোনি। তার আগেই তিনি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। তাই ফের হঠাৎ এই জার্সি গায়ে?

ঠিক কেন এই জল্পনা? আসলে বলিউডের পরিচালক এবং কোরিয়োগ্রাফার ফারহা খানের সঙ্গে ধোনিকে একটি ছবিতে দেখা যায়। ভারতীয় দলের জার্সি গায়ে হাজির সেই ভরসার মুখ মহেন্দ্র সিং ধোনি! জার্সির পিছনে জ্বলজ্বল করছে সেই পরিচিত ৭ নম্বর। এই জার্সি গায়ে তিনি ছবি দেবেন সেটা কেউ ভাবেননি। ধোনিকে কি ফের তাহলে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে ২২ গজে, খেলবেন কী আগামী টি২০ বিশ্বকাপ শুরু হয়ে যায় গুঞ্জন।

অবশ্য নেট নাগরিক দের এমন ভাবার পেছনে কারণ রয়েছে। এখন ভারতীয় ক্রিকেট টিম ময়দানে নামার সময় গায়ে পড়ছে ১৯৯০ সালে ভারতীয় টিমের রেট্রো জার্সি। যা ধোনির অবসর নেওয়ার পড়ে আনা হয়েছে ভারতীয় ক্রিকেট টিম এ। তাই তিনি যখন এই দলের অংশ নয়, তাহলে অবসর নিয়ে ফেলার পর ফের একবার কেন বর্তমান রেট্রো জাতীয় দলের জার্সি গায়ে?

তবে জানা যাচ্ছে অবসর ভেঙ্গে ধোনির ভারতীয় দলে ফেরার কোনো কথাই এই জার্সি পড়ার পেছনে নেই। আসলে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তিনি ভারতীয় দলের জার্সি পড়েছেন। বলিউডের পরিচালক ও কোরিয়োগ্রাফার ফারহা খানের সাথে একটি বিজ্ঞাপনের জন্যে শুট করছিলেন ধোনি। আর সেখান থেকেই ভাইরাল হয়ে যায় ছবিটি।

dhoni in indian retro jersey farha khan
dhoni in indian retro jersey farha khan

ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা থেকে অবসর নিলেও আইপিএল-এ চুটিয়ে খেলছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে সেমি ফাইনালের হারের পর ধোনিকে আর দেখা যায়নি আন্তর্জাতিক ক্রিকেটে। ২০২০ সালের ১৫ অগাস্ট পুরে ক্রিকেট জগৎকে কে বিষাদে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু নিজের ফানদের কাছে তিনি কতোটা প্রিয় ফের একবার প্রমাণিত।

Related posts

দুই পাক ঘুরেই দাড়িয়ে গেল কনে! বললো এই ছেলেকে বিয়ে করতে পারবো না! কারণ শুনে থ স্বজনরা

News Desk

বাড়ি ছেড়ে ১০০ কিমি দূরে দুই বোন! লোকে জিজ্ঞেস করলে মিথ্যা বললো বাবা মা নেই, কারণ..

News Desk

৩৩৫ জন মহিলার সাথে একান্তে ডেট করেছেন এই ব্যাক্তি! তাও আবার মহিলাদের টাকাতেই!

News Desk