Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

মাত্র ৫০ হাজার টাকা ইনভেস্টমেন্ট করলেই ৩,৩০০ টাকা পেনশন, জেনে নিন কি স্কিম

প্রত্যেকেই লাভজনক স্কিমে বিনিয়োগ (Investment) করতে সন্দিহান। আপনিও কি মেয়াদশেষে উচ্চ রিটার্ন (High Return) পেতে চা নিরাপত্তার (Security) সঙ্গে বিনিয়োগ করেন? তাহলে আপনার জন্য পারফেক্ট পোস্ট অফিস সঞ্চয়ের এই স্কিম (Post Office Scheme)।

১০০ বা ১০০০ এর গুণিতকে টাকা বিনিয়োগ করা যাবে পোস্ট অফিসের মাসিক পেনশন (Monthly Pension) এই স্কিমে। ৪.৫ লক্ষ টাকা সর্বোচ্চ বিনিয়োগ করতে পারবেন। সর্বনিম্ন শুরু ১০০০ টাকা থেকে।

invest 50 thousand & get pension 3300rs

এই স্কিমে একটি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন মোট ৩ জন বিনিয়োগকারী মিলে। যদিও সেক্ষেত্রে ৩ জন মিলে এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন সর্বোচ্চ ৯ লক্ষ টাকা।

বছরে ৩৩০০ টাকা পেনশন পাবেন এই স্কিমে মাত্র ৫০ হাজার টাকা এককালীন বিনিয়োগে। মোট ১৬ হাজার ৫০০ টাকা সুদ মিলবে পাঁচ বছরে।

উল্লেখ্য, মাসিক আয় স্কিমগুলিতে (Monthly Income Savings) বর্তমানে ৬.৬ শতাংশ হারে সুদ দিচ্ছে পোস্ট অফিস। তবে এই স্কিমে পোস্ট অফিস সরল সুদ দেবে চক্রবৃদ্ধির (Coumpund Interest) বদলে।

অর্থাৎ, যদি ১ লক্ষ টাকা আপনি বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে পেনশন মিলবে ৫৫০ টাকা ও বছরে ৬৬০০ টাকা। পাঁচ বছরে ৩৩০০০ টাকা সুদ মিলবে। মাসে ২,৪৭৫ টাকা ও বছরে ২৯ হাজার ৭০০ টাকা পেনশন পাবেন সর্বোচ্চ অ্যামাউন্ট ৪.৫ লক্ষ টাকা বিনিয়োগে। এক্ষেত্রে পাঁচ বছরে ১ লক্ষ ৪৮ হাজার ৫০০ টাকা সুদ পাবেন।

Related posts

সৎ মাকে ভালো লাগে না চার বছরের শিশুর! রাগে শিশুকন্যাকে কুয়োয় ফেলে দিল সৎ মা!

News Desk

ভারতের আবহাওয়াতে রূপান্তরের কারণেই কি বেশি মারাত্মক করোনার দ্বিতীয় ওয়েভ, কি বলছেন চিকিৎসকরা

News Desk

বহু শ্রমে অবশেষে প্রস্তুত নেতাজির গ্রানাইট মূর্তি! রাজধানীর বুকে উদ্বোধন প্রধানমন্ত্রীর

News Desk