ভারতেও এবার চালু হতে চলেছে ডিজিট্যাল কারেন্সি। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এমনই জানিয়েছেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, ‘ডিসেম্বর থেকে প্রথম ডিজিট্যাল কারেন্সি ট্রায়াল প্রোগ্রাম শুরু করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। আমরা এ বিষয়ে প্রচণ্ড সতর্ক। কারণ, এই ব্যবস্থা একেবারেই নতুন। শুধু রিজার্ভ ব্যাঙ্কের ক্ষেত্রেই নয়, সারা বিশ্বে ডিজিট্যাল কারেন্সি নতুন।’
চিন, ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশে ডিজিট্যাল কারেন্সি চালু হয়েছে। সরাসরি সাধারণ মানুষের হাতে বা বাণিজ্যিক সংস্থাগুলিকে ডিজিট্যাল কারেন্সি দেওয়ার বিষয়ে পরিকল্পনা শুরু করেছে এই দেশগুলি। এবার ভারতও সেই পথে হাঁটছে।
‘সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিট্যাল কারেন্সি’ বা সিবিডিসি বৈধ মুদ্রার ডিজিট্যাল সংস্করণ। যে দেশগুলিতে এই ডিজিট্যাল মুদ্রা চালু, সেই দেশগুলির কেন্দ্রীয় ব্যাঙ্ক সরকারিভাবে চালু থাকা মুদ্রার ডিজিট্যাল সংস্করণ বাজারে ছাড়ছে। ভারতেও একই পদ্ধতি চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। ফলে ডিসেম্বর থেকে ডিজিট্যাল সংস্করণের টাকা পাওয়া যেতে পারে।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, ডিজিট্যাল মুদ্রার সুরক্ষাব্যবস্থা, আর্থিক ক্ষেত্রে এর প্রভাব, রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতির উপর প্রভাব এবং মোট কত মুদ্রা বাজারে ছাড়া হবে, সেসব বিবেচনা করা হচ্ছে। ডিজিট্যাল মুদ্রার বিষয়ে যাবতীয় তথ্য সংরক্ষণ ও আদান-প্রদানের জন্য একটি তথ্যভাণ্ডার তৈরি করার কথাও ভাবা হচ্ছে।
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এবার থেকে অনলাইনে লেনদেনের ক্ষেত্রে চালু করা হচ্ছে নতুন নিয়ম। ডেবিট বা ক্রেডিট কার্ডের সিভিভি নম্বরের সঙ্গে ১৬ সংখ্যা জানাতে হবে কর্তৃপক্ষকে। না হলে লেনদেন করা যাবে না। অনলাইনে প্রতারণা যেভাবে বাড়ছে, তার হাত থেকে মানুষকে সুরক্ষিত করার জন্যই এই নতুন নিয়ম চালু করার কথা ভাবা হচ্ছে।
এই নতুন নিয়ম চালু হলে গ্রাহকদের ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য নিজেদের কাছে রাখতে পারবে না ই-কমার্স সংস্থাগুলি। ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করতে গেলে কার্ডের পুরো বিবরণ দিতে হবে। শুধু সিভিভি নম্বর দিলেই অনলাইনে লেনদেন করা যাবে না।