Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বিয়ের সময় স্ত্রীকে এমন ‘উপহার’ দিলেন বর, খুশি হওয়ার জায়গায় চমকে কেঁদে উঠলেন তরুণী!

বিয়ে প্রেম করে হোক বা সম্মন্ধ করেই হোক না কেন বিয়ে ঠিক হলে বিয়ে নিয়ে চিন্তা একটা থেকেই যাই। বহুদিন প্রেমের সম্পর্কে থেকেও সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ালে বিয়ে না হওয়া পর্যন্ত মনের মধ্যে একটা চিন্তা হতেই থাকে। তাই যেদিন বিয়ে অর্থাৎ বিয়ের দিনই মজা আড্ডা ইয়ার্কিতে মেতে রাখতে হয় বর ও কনে কে, আর তাই জন্য হবু বর সবাইকে চমকে দিলেন।

এই কৃষ্ণ ভার্ষাণি হায়দরাবাদের বাসিন্দা। নিজের প্রেমিকাকেই বিয়ে করছেন তিনি বেশ কিছু বছর প্রেম করার পর। বিয়ে নিয়ে বেশ বহুদিন ধরেই বিভিন্ন স্বপ্ন বুনছিলেন নিজের মনে মনে। কিভাবে হবু বৌকে চমকানো যায়। আর করলেনও ঠিক তাই। বরের থেকে এমন একটি চমকে দেওয়া উপহার পেয়েও খুব খুশি কনে।

বিয়েতে নিমন্ত্রিতরা সকলেই প্রায় এসে গেছিলেন। বর তো নিজে এসেছেন সাথে বরযাত্রীও চলে এসেছেন সকলেই। হঠাৎ জানা গেলো বরের বিয়ের মালা খুঁজে পাওয়া যাচ্ছেনা, আর পাওয়া যাচ্ছেনা মানে রীতিমতো উধাও। হাজার খুঁজেও কোনও খোঁজ মেলেনি সেই মালার। কনে এই ঘটনায় খুব চিন্তিত হয়ে পড়েছেন। কিছু বুঝতে পারছেন না যে কি হবে, কেঁদেও দিয়েছেন পরিস্থিতি খারাপ দেখে।

ঠিক সেই সময়েই এক অনলাইন শপিং কোম্পানির ডেলিভারী বয় এসে একটি বড় বাক্স দিয়ে যান। সেই বাক্স থেকে বের করা হয় বরমালা। এই দেখে হেসে ফেলেছেন বর। কিন্তু এই চমকে দেওয়া ঘটনায় বেশ চটে গিয়েছেন কনে। তিনি যদিও মজাও পেয়েছেন এমন কাণ্ডে। অবশেষে কৃষ্ণ সম্পূর্ণ ঘটনাটি খোলসা করে জানান।

নিমন্ত্রিত দের মধ্যে কয়েক জন এই ঘটনার ভিডিও করেছেন। এক মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। অনেকেই মজা হিসেবে নিয়েছে সেই ভিডিও দেখে আবার অনেকের মনে হয়েছে বিয়ের দিন কনেকে এমন চিন্তায় ফেলে দেওয়া একেবারেই উচিত কাজ নয়।’ কয়েক জন বলেছেন অন্য ভাবে মজা করলে বেশি ভালো হতো।

Related posts

চাকরি কথা বলে অফিসে ডাকলো স্বামীর বিশ্বস্ত বন্ধু! পৌঁছতেই যা ঘটে গেল গৃহবধূর সাথে

News Desk

৬ বছর আগেও ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিল বিপিন রাওয়াতের কপ্টার! জানেন

News Desk

নবরাত্রিতে উপোস করেন? শরীর সুস্থ রাখতে কী খাবেন আর কী নয়, জানুন

News Desk