Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

যেন বাস্তবের সিনেমার গল্প !! উদ্যোগী হয়ে প্রেমিকের সাথে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

সম্পূর্ণরূপে মনে হবে এ যেন একেবারে সিনেমা দেখছেন। পার্থক্য একমাত্র একটি জায়গাতেই আছে সিনেমায় প্রেমিকা তার প্রেমিক কে ফিরে পেয়েও স্বামীর কাছে ফিরে এসেছিলেন। কিন্তু এক্ষেত্রে কোমল যিনি উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা তিনি ঘর বাধলেন প্রেমিকের সাথেই। স্বয়ং তার স্বামী তার বিয়ে দিলেন স্ত্রীর প্রেমিকের সাথে।

পঙ্কজ শর্মা স্বামীর নাম। গুরুগ্রামের একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করেন কানপুরের বাসিন্দা পঙ্কজ। কোমলের সঙ্গে তাঁর পাঁচমাস আগে বিয়ে হয়। কিন্তু স্ত্রী-র সম্মতি যে ছিল না বিয়েতে, তা পঙ্কজ কয়েকদিনের মধ্যেই বুঝতে পারেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতেন কোমল প্রথম থেকেই। বলতেন না বিশেষ কথাবার্তা। সরাসরি স্ত্রীকে প্রশ্ন করেন পঙ্কজ বাধ্য হয়েই। তারপরই একটি সম্পর্ক ছিল কোমলের বিয়ের আগে তা জানতে পারেন। তিনি তাঁর পুরনো প্রেমিককেই এখনও ভালবাসেন।

পঙ্কজ উদ্যোগী হন স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিতে। প্রথমে তিন পরিবার একসঙ্গে বসে বিষয়টির আইনি দিক নিয়ে আলোচনা করেন আদালতে। পরে পঙ্কজ যাবতীয় ব্যবস্থা করেন নিজেই স্ত্রী-র বিয়ের। শুক্রবার কোমলের বিয়ে দেন নিজে দাঁড়িয়ে। দুই বাড়িরই অতিথিরা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে।

Related posts

যে কোনো মুহূর্তে ধ্বসে পড়তে পারে বিশ্বের ইন্টারনেট কানেকশন! ধেয়ে আসছে অতিকায় সৌরঝড়

News Desk

‘আনলকে’র সিদ্ধান্ত দিল্লির, প্রথম ধাপে চালু হচ্ছে কী কী পরিষেবা?

News Desk

ফেসবুকে আলাপের পর দেখা করতে গিয়ে চোখ খুলল দীঘার হোটেলে! পাশে শুয়ে দুই যুবক

News Desk