Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

কিনতে চান সস্তায় বাড়ি? আপনিও সরকারের এই স্কিমের সুবিধা পাবেন

নিজস্ব বাড়ী প্রত্যেক বাঙালির স্বপ্ন। আর কিছু হোক না হোক, প্রত্যেক গৃহস্থই চান তার মাথার ওপর নিজের একটু ছাদ হোক। নিরাপদ, নিশ্চিন্ত এক আশ্রয় হোক পরিবারের। ভাড়া বাড়িতে বা বাড়ি তৈরীর চেষ্টায় যারা আছেন তারা হয়তো প্রত্যেকেই জানেন না বোঝেন নিজের বাড়ি না থাকার সমস্যা টা।

কিনতে চান সস্তায় বাড়ি? আপনিও সরকারের এই স্কিমের সুবিধা পাবেন

কিন্তু সাধ হলেই তো সাধ্য পূরণ হয়না। বর্তমানে একটি বাড়ি কেনা যেমন তেমন ব্যাপার নয়। বাড়ি বানানোর বিপুল খরচ বহন করে ওঠা যেকোনো মানুষের পক্ষেই সম্ভব হয় না। কিন্তু এখন সরকারী যোজনাতে যথেষ্ট কম খরচে পেয়ে যেতে পারেন আপনার নিজস্ব বাড়ি। কিভাবে? পড়ুন বিস্তারিত

কম দামে বাড়ি কেনা সম্ভব কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায়। দেশের প্রত্যেক গৃহহীনরা বাড়ি পাবেন এই প্রকল্পের আওতায়। শুধু তাই নয়। বাড়ি কেনার ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হয়। ফলে কম দামে তাঁরা বাড়ি বা জমি কিনতে পারবেন।

এই সুবিধা পাবেন শুধু আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিরাই, এমনটা নয়,
এই প্রকল্প প্রাথমিকভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়াদের ক্ষেত্রেই কার্যকর করা হয়েছিল। কিন্তু বর্তমানে ১৮ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া সম্ভব PMAY-এর অধীনে।

বর্তমানে বছরে এই যোজনার আওয়তায় ঋণ নিতে পারবেন ১২-১৮ লক্ষ টাকা আয় করা ব্যক্তিরাও । তাতে ভর্তুকি মিলবে। ফলে, এটি একটি ভাল উপায় সস্তায় বাড়ি কেনার পরিকল্পনা থাকলে।

PMAY-র আবেদন কীভাবে করবেন? (How To Apply For PMAY Online)

আবেদন করা যাবে অনলাইনেই। একটি স্মার্টফোন ও ইন্টারনেট প্রয়োজন শুধু। সবার আগেvPMAY অ্যাপটি Google Play Store থেকে ডাউনলোড করতে হবে। এরপর লগ ইন আইডি তৈরী করতে হবে মোবাইল নম্বর দিয়ে । এরপরেই সমস্ত তথ্যাবলী দিয়ে আবেদন করা যাবে লগ ইন করে । আবেদন করার নির্দিষ্ট সময় পরে সুবিধাভোগীদের লিস্ট আপলোড করা হয় ওয়েবসাইটে।

Related posts

দেশের দৈনিক সংক্রমণ ছুঁল রেকর্ড সংখ্যা! ২৪ ঘন্টার ব্যাবধানে আক্রান্ত প্রায় ১.৫ লাখ লোক

News Desk

সস্তি দিচ্ছে দেশের করোনা গ্রাফ। আজ দেশে দৈনিক মৃত্যু নামল ৪০০-র নিচে, হ্রাস পেল সংক্রমণও

News Desk

অন্তঃসত্ত্বার পেটে উঠে গেল লরির চাকা! ফেটে বেরিয়ে এলো নবজাতক শিশু, তারপর…

News Desk