Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
রাজনীতি

রাজভবনের ভেড়ার পাল নিয়ে অভিনব বিক্ষোভ: রিপোর্ট তলব রাজ্যপাল ধনখড়ের

রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। নিজাম প্যালেসের পরে রাজ্যের চার হেভিওয়েট নেতার গ্রেফতারি কে কেন্দ্র করে রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে এসে বিক্ষোভ দেখায় এক ব্যাক্তি। এই ঘটনা কে কেন্দ্র করে বুধবার রিপোর্ট চেয়ে পাঠালেন তিনি। আইন বিরুদ্ধে ওই কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেছে, তার রিপোর্ট বিকেল ৫টার মধ্যে পুলিশ কমিশনারকে জমা করতে বলেছেন ধনখড়।

রাজভবনের ভেড়ার পাল নিয়ে অভিনব বিক্ষোভ: রিপোর্ট তলব রাজ্যপাল ধনখড়ের

একই সঙ্গে টুইটারের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জিজ্ঞাসা রেখেছেন, রাজ্য পুলিশের এই নিষ্ক্রিয়তার কী কারণ? বুধবার পর পর ৩টি টুইটে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। সোমবার রাজভবনের মূল ফটকের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন শাসক দলের সমর্থকরা। পরে মঙ্গলবারও জারি ছিল বিক্ষোভ। এক ব্যাক্তি ওই একই জায়গায় ভেড়ার পাল নিয়ে বিক্ষোভ দেখান। এই ২টি ঘটনারই ভিডিয়ো টুইটারে শেয়ার করে জগদীপ ধনখড় লিখেছেন, পুলিশ বিক্ষোভস্থলে উপস্থিত থাকলেও বিক্ষোভকারীদের সরিয়ে ফেলার কোনও ব্যবস্থা নেয়নি। বরং নীরব দর্শকের ভূমিকা পালন করেছে পুলিশ।

ওই টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেও ট্যাগ করে রাজ্যপাল লিখেছেন, ‘রাজভবনের মূল প্রবেশ দ্বারের সামনে যে আইন শৃঙ্খলা ভঙ্গের ব্যাপার দেখা যাচ্ছে, তা উদ্বেগজনক। এই ব্যাপারে কলকাতা পুলিশও নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। বিশেষত রাজভবন চত্বরে, যেখানে ১৪৪ ধারা জারি রয়েছে, সেই স্থানে এমন বিধি ভঙ্গের ঘটনা ঘটায় রিপোর্ট তলব করতে বাধ্য হলাম’।

এ ব্যাপারে অভিযোগ জানিয়ে তিনি যে চিঠিটি পাঠিয়েছিলেন তা টুইটও করে সর্বসমক্ষে তুলে ধরেছেন রাজ্যপাল ধনখড়। সেই চিঠিতে পুলিশ কমিশনারের কি ভূমিকা তাই নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল লিখেছেন, ‘এলাকায় পুলিশ উপস্থিত থাকলেও রাজ্যের প্রধানের নিরাপত্তা নিশ্চিত হয়নি। ফোনও করতে হয়েছে কলকাতা পুলিশ কমিশনারকে। অথচ এত কিছুর পরেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে কলকাতা পুলিশ কমিশনারের যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে’।

Related posts

বাংলায় প্রত্যাবর্তন হলেও নন্দীগ্রামে হার। হাই ভোল্টজ লড়াইয়ে শেষ হাসি হাসলেন শুভেন্দুই

News Desk

গাড়ি থেকে নামতে গিয়ে হাউ হাউ করে কান্না! রাস্তায় বসে পড়লো অর্পিতা, বিস্ফোরক পার্থ

News Desk

অনেকে ফোন করলেও ফোন করেননি প্রধানমন্ত্রী, হয়তো ব্যস্ত ছিলেন: মমতা

News Desk