Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং স্বাস্থ্য

করোনা আক্রান্ত হওয়ার কতদিন পর অবধি শরীরে অ্যান্টিবডি উপস্থিত থাকে, জানালেন বিশেষজ্ঞরা

ভারতে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বেড়ে চলছে মৃত্যুর হার ৷ করোনা আতঙ্কের মধ্যে দিয়ে দিন গুজরান হচ্ছে আট থেকে আশি প্রত্যেকের ৷ করোনার সাথে এই মোকাবিলায় এক মাত্র হাতিয়ার হচ্ছে ভ্যাকসিনেশন ৷ তবে এই সমস্ত কিছুর মধ্যেই শরীরে তৈরী হওয়া করোনার অ্যান্টিবডি নিয়ে ইতালির বিজ্ঞানিরা বড় তথ্য প্রকাশ করেছেন৷ বিজ্ঞানিরা সাথে সাথে এও জানিয়েছেন, করোনা থেকে সেরে ওঠার পরও প্রায় ৮ মাস পর্যন্ত শরীরে করোনার অ্যান্টিবডি থাকে ৷

করোনা আক্রান্ত হওয়ার কতদিন পর অবধি শরীরে অ্যান্টিবডি উপস্থিত থাকে, জানালেন বিশেষজ্ঞরা

করোনা রোগীদের উপর ক্রমাগত নজর রেখে চলেছেন গবেষকরা ৷ গবেষকরা বলেছেন, করোনা থেকে সেরে ওঠার পর শরীরে অ্যান্টিবডি থাকার কারণে ফের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় ৷ ইতালির মিলানে অবস্থিত স্যান র‍্যাফেল নামের হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন যে, করোনা রোগীদের শরীরে যে রোগ প্রতিরোধক অ্যান্টিবডি তৈরি হয় তা করোনা রোগীর বয়স, না অন্যান্য রোগে আক্রান্ত হলেও রক্তে উপস্থিত থেকে যায় ৷ ফলে করোনা ভাইরাসে আক্রান্ত কলে অন্য কোনও রকমের ভাইরাসে আক্রান্ত হওয়ায় সম্ভাবনাও ইত্যাদি অনেকটাই হ্রাস পায় ৷

ইতালির আইএসএস (ISS) ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের সাথে একযোগে বিজ্ঞানিরা অ্যান্টিবডি কে স্টাডি করার জন্য শরীরে করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে এরকম ১৬২ জন রোগীর উপর একটি গবেষণা চালায় ৷ এদের প্রত্যেকেই গত বছর অর্থাৎ ২০২০ সালে আসা করোনা ভাইরাসের প্রথম ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন ৷ এঁদের শরীর থেকে গ্রহণ করা রক্তের স্যাম্পেলে প্রথমে গত বছর পয়লা মার্চ ও এপ্রিলে নেওয়া হয় ৷তারপরে আবারও যাঁরা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন তাঁদের রক্তের স্যাম্পেল নভেম্বর মাসে নেওয়া হয় ৷ গবেষণায় দেখা গিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে সেরে ওঠার পর ৮ মাস পরে আবারও শরীরে অ্যান্টিবডি পাওয়া গিয়েছে ৷

Related posts

এ কী কাণ্ড! পর্নোগ্রাফির ওয়েবসাইট খুলতেই যুবক থ! চলছে নিজেরই অন্তরঙ্গ ভিডিয়ো

News Desk

ঝোপে হাত দিলেই মিলছে কাঁড়ি কাঁড়ি ৫০০ টাকার নোট, ঘটনা ঘিরে চাঞ্চল্য

News Desk

ভুঁড়িতেই সুদর্শন! কঠিন পরিশ্রমে ভুঁড়ি বাড়ান এই গ্রামের অবিবাহিত পুরুষেরা।

dainikaccess