Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

পৃথিবীর সর্বাধিক উচ্চতম স্থানে কৃষ্ণের মন্দির কোথায় আছে জানেন? রইলো হদিশ

হিমাচল প্রদেশের কিন্নর জেলায়, ইউলা কান্দা (Yulla Kanda) রুটের ট্রেকের অভিজ্ঞতা যে কোনও মানুষের মন কে ভরিয়ে তুলবে। এই ১২ কিলোমিটার দীর্ঘ ট্রেকের বহু অতুলনীয় দর্শনীয় সৌন্দর্য্য রয়েছে, কিন্তু এই যাত্রা পথেই প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে এমন একটি তীর্থস্থান যা আপনাকে নির্বাক করে দেবে।

এই যাত্রা পথেই রয়েছে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির যা বিশ্বের মধ্যে উচ্চতম শ্রী কৃষ্ণের মন্দির। একটি হ্রদের মাঝ বরাবর অবস্থিত এই মন্দিরটি। জনশ্রুতি রয়েছে যে হিমালয়ের নির্বাসনে থাকাকালীন পাণ্ডবরা এই হ্রদটি খনন করেছিলেন। কিন্নর জেলার হিমালয় পর্বতমালার তিন হাজার আটশ পঁচানব্বই মিটার উচ্চতায় অবস্থিত এই উচ্চতম মন্দিরটি।

যদিও এই মন্দিরটি তে পৌঁছানো বেশ কষ্ট সাধ্য। রীতিমত ট্রেক করে এই মন্দিরটিতে পৌঁছাতে হয়। তবে ট্রেক করার ক্লান্তি পথের সৌন্দর্য আপনাকে ভুলিয়ে দেবে। ট্রেকের শুরু পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট্ট গ্রাম ইউল্লা খাস থেকে। ইউল্লা খাস উর্নি গ্রাম থেকে ৩ কিলোমিটার দূরে। ইউল্লা খাস থেকে ইউল্লা লেকে পৌঁছনোর জন্য মোট ট্রেক করতে হয় ১২ কিলোমিটার। ট্রেকিং রুটটি ঘন জঙ্গলের মধ্য দিয়ে হিমালয়ের উপত্যকা হয়ে এবং শেষ পর্যন্ত পবিত্র ইউল্লা হ্রদের দিকে যায়।

এই মন্দিরে ট্রেক করার সর্বশ্রেষ্ঠ সময় হল মে-জুন এবং সেপ্টেম্বর-অক্টোবর মাস। শ্রী কৃষ্ণের এই মন্দিরে প্রতি বছর জন্মাষ্টমির উৎসব ধুমধাম করে পালিত হয়। জন্মাষ্টমীর সময় প্রতি বছর কিন্নৌর এবং হিমাচল প্রদেশের নানান অঞ্চল থেকে ভক্তরা এবং দর্শনার্থীরা এখানে আসেন।

Related posts

একই সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যাক্তিকে করোনা ভ্যাকসিন ! জলপাইগুড়ির ঘটনায় চাঞ্চল্য

News Desk

শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় তাওকতে: ৩ রাজ্যে জারি সতর্কতা

News Desk

এই প্রধানমন্ত্রী যোজনায় ঋণের জন্য লাগবে না কোনও গ্যারান্টি! মিলবে ভর্তুকি আর ক্যাশব্যাকও

News Desk