Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

এই প্রধানমন্ত্রী যোজনায় ঋণের জন্য লাগবে না কোনও গ্যারান্টি! মিলবে ভর্তুকি আর ক্যাশব্যাকও

করোনা ভাইরাস হানা দেওয়ায় হঠাৎই সারা বিশ্বে দেখা দিয়েছে আর্থিক মন্দা। বন্ধ আছে অনেক পাবলিক ট্রান্সপোর্ট। সময় কমিয়ে দেওয়া হয়েছে বাজার দোকানের। মানুষ খুব একটা বেরোচ্ছেনও না ঘরের বাইরে। করোনা আবহে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে হকার বা ফুটপাথের যারা নানারকম কারবার করে সেই সমস্ত ছোট কারবারিদের দৈনিক রুজি । বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের৷ তাই এমন সময়ে এই সব ক্ষুদ্র ব্যবসায়ীদের  সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে ‘স্বনিধি’ যোজনা। 

প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার (PM Svanidhi Yojana) মাধ্যমে যাঁরা রাস্তায়, ফুটপাতে ছোটখাট ব্যাবসা বা কারবার করেন তাঁদের ১০,০০০ টাকা অতি সহজ সরল শর্তে ঋণ দেবে কেন্দ্র। সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হ’ল এই প্রকল্পের মাধ্যমে লোন নেওয়ার জন্যে কোনও গ্যারান্টির প্রয়োজন নেই। ১ জুন ২০২০ সালে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার (PM Svanidhi Yojana) আনুষ্ঠানিক সূচনা হয়। এখনও পর্যন্ত এই যোজনার সঙ্গে সংযুক্ত হয়েছেন বহু মানুষ ৷

এই যোজনার অন্তর্গত যাঁরা ছোটখাট কারবার করেন যেমন ফল বিক্রেতা, সবজি বিক্রেতা, ডিমের ব্যাবসা করেন যারা, পাউরুটির গাড়ি, জামা কাপড় শাড়ি ইত্যাদি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বিক্রি করেন যারা ৷ অথবা স্যালুন, মুচি, পানের দোকান , লটারির দোকান বা লন্ড্রির কাজ করেন যারা ইত্যাদি নানা রকম পেশার সাথে যুক্ত বাক্তিরা ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ পাবেন। করোনা সংকটের ফলে যারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত তাঁদেরই আর্থিক দৃঢ়তা প্রদান করার জন্যই এমন প্রকল্পের প্রচলন করা হয়েছে। ক্ষুদ্র কারবারিদের এক বছরের মধ্যে মাসিক কিস্তিতে এই ঋণ পরিশোধ করতে হবে। যারা সময়কালের মধ্যে এই ঋণ পরিশোধ করবে তারা বার্ষিক ৭ শতাংশ সুদের উপরেও পাবেন ভর্তুকিও। এছাড়াও ১২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধাও আছে এই প্রকল্পে।

আপনিও যদি এমন কোনো ব্যাবসার সাথে যুক্ত হন আর এই লোনের সুবিধা নিতে চান তাহলে আপনার নিকটস্থ ব্যাঙ্কে গিয়ে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের আওতায় ১০ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত অসংগঠিত ক্ষেত্রে যাঁরা কাজ করেন এরকম ৫০ লক্ষেরও বেশি মানুষদের কাছে এই ঋণের সুবিধা পৌছে গেছে।

প্রধানমন্ত্রী স্বনিধি স্কিমের (PM Svanidhi Yojana) জন্য শর্ত একটাই যে এই প্রকল্পের জন্য যাঁরা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন বা অস্থায়ী রূপে কাজ করেন এমন প্রায় সকলেই আবেদন করতেন পারবেন।

ঋণ নিতে ইচ্ছুক ব্যক্তিরা https://pmsvanidhi.mohua.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন ৷ বা নিকটবর্তী সিএএসিতে গিয়েও এই লোনের জন্য আবেদন করতে পারেন।

Related posts

কফির কাপে কি এমন মেশানো হয়েছিল! চুমুক দিতেই মহিলার সাথে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

News Desk

ঠাট্টা করতেন স্বামী! বডিবিল্ডিং করে তাঁক লাগিয়ে ১৫ বছরের ছোট ছেলেকে বিয়ে করলেন ঠাকুমা

News Desk

চলন্ত ট্রেনে হঠাৎই প্রসব বেদনা মহিলার! ট্রেনেই নবজাতক দেখলো পৃথিবীর আলো

News Desk