Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

Breaking News: প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত!

আজ বুধবার ভারতীয় বায়ুসেনার কপ্টার দুর্ঘটনায় প্রয়াত হলেন দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। সূত্র অনুযায়ী বেলা ১২.২০ নাগাদ বিপিন রাওয়াত এবং তার স্ত্রী সমেত মোট ১৪ জনকে নিয়ে তামিলনাড়ুর জঙ্গল ও চা বাগানে ঘেরা কুন্নুরে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার।

CDS জেনারেল বিপিন রাওয়াত ভারতীয় সেনার এলিট শিক্ষা প্রতিষ্ঠান – ডিফেন্স স্টাফ কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেই অনুষ্ঠানের স্থানে পৌঁছনোর ৫ মিনিটি আগেই দুর্ঘটনা কবলে পড়ে চপার টি।

কপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে জানার পরেই আহত যাত্রীদের মধ্যে তিন জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ৮ কিলোমিটার দূরবর্তী একটি হাসপাতালে। দ্রুততার সঙ্গে গঠন করা হয় বিশেষজ্ঞ মেডিক্যাল টিম। কিন্তু সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিপিন রাওয়াত। ঘটনার শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে।

দুর্ঘটনা ঘটার পর প্রাথমিকভাবে ৪ জনের মৃত্যুর খবর আসে। তারপর তামিলনাড়ুর (Tamilnadu) ফরেস্ট মিনিস্টার রামচন্দ্র জানান, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮। এরপরই আরো বাড়তে থাকে মৃতের সংখ্যা। পাশাপাশি রামচন্দ্র জানিয়েছিলেন, দুর্ঘটনাস্থল অত্যন্ত জঙ্গলাকীর্ণ এবং দুর্গম হওয়ার কারণে উদ্ধারকার্যে বাধাপ্রাপ্ত হচ্ছিল। বিপিন রাওয়াত কে ঝলসে যাওয়া অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তার দুর্ঘটনায় পড়ার খবর সামনে আসা মাত্রই দেশ জুড়ে শুরু হয় প্রার্থনা। এরই মধ্যে খবর আসে মারা গিয়েছেন বিপিন রাওয়াত এর স্ত্রী মধুলিকা রাওয়াত। অবশেষে খবর আসে বিপিন রাওয়াত এর লড়াই থেমে যাওয়ার ও। কপ্টারে বিপিন রাওয়াত আর তার স্ত্রীর পাশাপাশি ছিলেন নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ছিলেন ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা। দুর্ঘটনার পর সামনে আসা ছবিতে স্পষ্টই ছিল, কার্যত পুড়ে গিয়েছে গোটা কপ্টারটিই। প্রায় ৮০ শতাংশ পুড়ে যাওয়া অবস্থায় হাসপাতালে ভর্তি বিপিন রাওয়াত এর আরোগ্য কামনা করে প্রার্থনা করছিল গোটা দেশই। তবে শেষ রক্ষা হল না।

Related posts

ভারতবর্ষের এই রেলস্টেশনের নেই কোনো নাম! এর পিছনের কাহিনী জানলে অবাক হবেন

News Desk

কাদার আগ্নেয়গিরি ঘটাচ্ছে বিস্ফোরণ। ভূগর্ভ ফুরে বেরিয়ে আসছে গরম কাদার তাল! আতঙ্ক কাস্পিয়ান সাগরে

News Desk

জগদ্ধাত্রীর বাহন সিংহ, কিন্তু তার নীচে হাতির মৃত শরীর বা হস্তিমুন্ড থাকে কেন?

News Desk