Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

অঘোরে ঘুমিয়ে থাকা শিশুকে বিছানা থেকে তুলে মেঝেতে সপাটে আছাড়, মহিলার কাজে চাঞ্চল্য

এক ঘুমন্ত শিশুকে বিছানা থেকে নিজের কোলে নিয়ে মেঝেতে ফেলে দুবার আছাড় দেন এক মহিলা। এরপর তাকে আবার বিছানায় রেখে দেন! বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও ক্লিপ এখন ভাইরাল। যদিও এই ভিডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি দৈনিক সংবাদ৷ পুরাতন মালদার (Malda) যাত্রাডাঙা গ্রাম (Jatradanga Village) পঞ্চায়েতের রানির গড় গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। সূত্রের খবর , অভিযুক্ত ওই মহিলার নাম শিবানী বিশ্বাস। যদিও থানায় পারিবারিক বিষয় বলে অভিযোগ জানানো হয়নি বলেই দাবি পরিবারের৷ তবে অভিযুক্ত শিবানী বিশ্বাসকে গ্রামে সালিশি সভা ডেকে গ্রামছাড়া করা হয়েছে বলে জানা গিয়েছে৷

স্থানীয় সূত্রের মতে , তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্ত্রী এই অভিযুক্ত মহিলা। অচিন্ত্য বিশ্বাস ওই অভিযুক্ত মহিলার স্বামী৷ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েতের সদস্য তিনি। স্থানীয় সূত্রে থেকে পাওয়া খবর অনুযায়ী , মালদার যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের রানির গড় গ্রামের বাসিন্দা হর বিশ্বাসের বড় ছেলে অচিন্ত্য বিশ্বাস এবং ছোট ছেলে বিকি৷ ওই শিশুটি এই বিকি এবং তাঁর স্ত্রী অপর্ণার সন্তান। তাঁদের দাবি, স্বামী-স্ত্রীর সন্দেহ হচ্ছিল বেশ কিছুদিন ধরে যে তাঁদের শিশুকে কেউ বা কারা মারধর করছে৷ ঘরে মোবাইলের ক্যামেরা অন করে রাখেন এদিন তাঁদের অনুপস্থিতিতে কে বা কারা স্বামী-স্ত্রী সন্তানকে মারধর করছে তা জানতে৷

পরিবার থেকে পাওয়া খবর অনুযায়ী , অপর্ণা ঘুমন্ত শিশুকে মঙ্গলবার দুপুরে ঘরে শুইয়ে রেখে স্নান করতে গেছিল৷ স্নানে যাওয়ার একটু আগেই নিজের মোবাইল ফোনের ক্যামেরা অন করে লুকিয়ে রেখে যান বলে দাবি। একটু পরেই তাঁর ঘুমন্ত মেয়ের তীব্র কান্নার আওয়াজ শুনতে পান৷ ছুটে এসেই মেয়েকে কোলে নিয়ে বাইরে চলে যান তিনি। কিন্তু আচমকাই তাঁর একটু সন্দেহ হয় তাই তিনি মোবাইল ফোনের ক্যামেরার রেকর্ডিংটি চালিয়ে দেখতে থাকেন এবং শিউড়ে ওঠেন অপর্ণা। ভিডিয়োতে তিনি দেখতে পান , তাঁর ঘুমন্ত শিশুকে এক মহিলা বিছানা থেকে তুলে মেঝেতে দু’বার আছাড় মেরে আবার তাকে বিছানায় রেখে দিয়ে চলে যান৷ ভিডিয়োতে দেখা যাওয়া ওই অভিযুক্ত মহিলা সম্পর্কে ছোট্ট শিশুর জেঠিমা শিবানী বিশ্বাস বলে দাবি শিশুটির পরিবারের৷ গ্রামেই বসে সালিশি সভা এই ঘটনায়। অভিযুক্ত শিবানী বিশ্বাসকে সালিশিতে গ্রামছাড়া করা হয়। তবে পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ করতে চাননি কেউই।

পরিবারের দাবি, এই ঘটনাটি অত্যন্ত অমানবিক৷ তবে পারিবারিক ব্যাপার তাই পুলিশে জানানো হয়নি৷ মীংমাসা করা হয় গ্রামে সালিশি সভা ডেকে৷ তবে এই ঘটনা সে কী কারণে ঘটিয়েছে, তা পরিবারের লোকজন জানেন বলেই দাবি তাঁদের৷

Related posts

পার্থ চ্যাটার্জির পর কে? কেন্দ্রীয় সংস্থার রাডারে রয়েছে আর কোন কোন তৃণমূল নেতা?

News Desk

ভিডিও কলে মধুচক্রের আসর, তারপরেই ব্ল্যাকমেল! শহরে গজিয়ে উঠছে একাধিক চক্র

News Desk

হাজার ডাকাডাকিতেও সাড়া নেই বোন আর ভাগ্নের! বাধ্য হয়ে দরজা ভাঙতেই নাকে এল প্রবল দুর্গন্ধ

News Desk