Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

করোনা জয়ীদের টিকা প্রদানে নয়া নির্দেশিকা। জানুন কত মাসের জন্যে টিকায় না!

কোভিড আক্রান্ত হয়েছেন? সেরেও উঠেছেন? তাহলে এখন টিকা নেওয়ার জন্য আপনাকে বেশ অনেক দিন অপেক্ষা করতে হবে। কারণ করোনা কে হারিয়ে যারা সুস্থ হচ্ছেন তাদের টিকাগ্রহণের সময়ের ব্যাবধান বাড়ানোর প্রস্তাব পেশ করল কেন্দ্রীয় নীতি নির্ধারণ কমিটি। মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির তরফ থেকে এই সুপারিশ করা হয়, এবার কোভিড থেকে সেরে ওঠার পর টিকাগ্রহণের সময় ৯ মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই প্রস্তাব কে মান্যতা দেওয়ার বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কেন্দ্র।

করোনার তৃতীয় ঢেউ সুরক্ষিত থাকবে না শিশুরাও! সংক্রমণ থেকে বাঁচাতে বিশেষ পরামর্শ ডা. দেবী শেঠির

উল্লেখ্য, এর আগেও কোভিশিল্ড- এর টিকার ডোজ নেওয়ার ক্ষেত্রে, ডোজের ভেতরের সময়ের ব্যাবধানের নিয়মে বড়সর বদল আনা হয়।কোভিড- এর টিকা নেওয়ার ক্ষেত্রে দুটি ডোজ নেওয়ার মধ্যে সময় সিমা ১২ সপ্তাহ থেকে ১৬ সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়। কোভিশিল্ডের প্রথম ডোজের টিকা পাওয়ার ঠিক কতদিন পর দ্বিতীয় ডোজ নিতে পারা যায়, এই সংক্রান্ত নিয়ম পরিবর্তন করা নিয়ে বড় সুপারিশ করেছিল কেন্দ্রীয় টিকাকরণ দল। তাদের বক্তব্য অনুযায়ী, কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার ১২ থেকে ১৬ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাদের সুপারিশে শিলমোহর দিয়ে চূড়ান্ত করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তাই স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে কেন্দ্রীয় নীতি নির্ধারণ কমিটির করোনা জয়ীদের ক্ষেত্রে টিকা করণের সময়ের সুপারিশ নিয়েও ইতিবাচক পদক্ষেপ নেবে কেন্দ্র।

বর্তমানে ভারতে তিনটি টিকা দেওয়া ক্ষেত্রে ছাড়পত্র দিয়েছে ডি সি জি আই (DCGI)। তা হল যথাক্রমে কোভিশিল্ড, কোভ্যাকসিন ও রাশিয়াতে প্রস্তুত স্পুটনিক ভি। এইদিকে কেন্দ্রের প্যানেলের এই টিকার ব্যাবধান বাড়ানোর এই প্রস্তাবের কঠোর সমালোচনায় করেছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেন,’প্রথমে দুটি ডোজের মধ্যে চার সপ্তাহের ব্যবধানে রাখা হয়েছিল। পড়ে তা ছয় সপ্তাহ করা হল। এটি আসলে টিকার যোগান যথেষ্ট না করতে পারার কারনে হয়েছে।

Related posts

উত্তরাখণ্ডে আবার ফিরে এলো ধসের আতঙ্ক! চামোলিতে মৃত ২

News Desk

হাসপাতাল বেড–অক্সিজেনের হাহাকার, মারা যাচ্ছে করোনা রোগীরা, কার্যত অসহায় রাজ্যের চিকিৎসকরা

News Desk

দিল্লীর করোনা পরিস্থিতি কি নিয়ন্ত্রণের বাইরে?চতুর্থ ঢেউ কি শুরু? বিশেষজ্ঞরা কি বলছেন

News Desk