Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

শীঘ্রই কাজ করবে না হাজার হাজার Android ফোন, সিদ্ধান্তে জানিয়ে দিল Google

টেক জায়ান্ট Google গত জুলাই মাসে, ঘোষণা করেছিল যে, পুরানো অ্যান্ড্রয়েড (Android) ভার্সনের স্মার্টফোন যারা ব্যবহার করেন, তারা কোনো গুগলের অ্যাপ বা পরিষেবা আর ব্যবহার করতে পারবেন না সেপ্টেম্বর থেকে। আর পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে (Android Smartphone) সাপোর্ট করবে না গুগল-এর অ্যাপ যেমন YouTube, Drive এবং Gmail। 27 সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে গুগল। টেক সংস্থাটির তরফে আর কিছু না জানানোয় অনেকেই ভাবছিল হয়ত এই সিদ্ধান্ত কার্যকরী হবে না মাঝের দু’মাস। গুগল সাফ জানিয়ে দিয়েছে তাদের সিদ্ধান্তে অনড় থেকে, যে সমস্ত ইউজার Android 2.3.7 (Gingerbread) ভার্সনের স্মার্টফোন এখনও ব্যবহার করছেন তারা লগইন করতে পারবেন না নিজেদের গুগল অ্যাকাউন্টে। এবার থেকে ফোনে অ্যানড্রয়েড ভার্সন 3.0 হতে হবে অন্তত বলে জানিয়েছে সংস্থা। নতুন নিয়ম কার্যকর হবে 27 সেপ্টেম্বর থেকে। এর মধ্যে অ্যান্ড্রয়েডে ভার্সান 1.0, 1.1, 1.5 কাপকেক, 1.6 ডোনাট, 2.0 এক্লেয়ার, 2.2 ফ্রোয়ো ও 2.3 জিঞ্জারব্রেড রয়েছে।

এমন পরিস্থিতিতে, ফোনের সফ্টওয়্যার আপডেট করা বা নতুন ফোন কেনা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে। গুগল ইতিমধ্যেই এই বিষয়ে আগাম সতর্ক করে দিয়েছে প্রত্যেককে ইমেইল মারফৎ। এটি প্রভাবিত করবে সিস্টেম এবং অ্যাপ লেভেল সাইন-ইনকে । আর যদি অপারেটিং সিস্টেম আপনারা আপডেট করতে না পারেন, তাহলে ফোনের ওয়েব ব্রাউজারের মাধ্যমেও জিমেইল, গুগল সার্চ, গুগল ড্রাইভ, ইউটিউব সহ অন্যান্য পরিষেবা উপভোগ করতে পারবেন বিকল্প হিসাবে।

কিন্তু এই সিদ্ধান্ত কেন। গুগল মূলত এই নতুন নিয়মের প্রবর্তন করেছে তাদের সমস্ত অ্যান্ড্রয়েড ইউজারদের ব্যক্তিগত ডেটা এবং অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতেই। চলতি মাসের ২৭ তারিখের পর, “USERNAME OR PASSWORD ERROR” -এই লেখাটি স্ক্রিনে দেখানো হবে, অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা তার নীচের ওএস ভার্সন ইউজাররা তাদের ফোনে ইনস্টল থাকা যে কোনো গুগল অ্যাপে সাইন-ইন করার চেষ্টা করলেই। ব্রাউজার থেকে যে কোন গুগল অ্যাকাউন্ট সাইন ইন করে তা ব্যবহার করা যাবে অ্যাকাউন্ট সাইন ইন করা না গেলেও। নির্বাচিত কিছু গুগল সার্ভিস ব্যবহার চালিয়ে যাওয়া যাবে ওয়েব ব্রাউজার থেকে।

Related posts

‘বাড়িতে ঠিক পোশাক পরুন, উঁকি মেরে ক্ষতি হচ্ছে আমার মেয়ের’ – প্রতিবেশীকে শাঁসালো মহিলা

News Desk

সঙ্কট কালে যুদ্ধকালীন তৎপরতায় অক্সিজেন প্লান্ট তৈরীর ঘোষনা। কবের মধ্যে মিলবে অক্সিজেন?

News Desk

ঠিক ভাবে সেক্স করলে সঙ্গমের স্থায়িত্ব কতক্ষণ? কী বলছে এখনকার গবেষণা

News Desk