Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

মা লক্ষ্মী স্বয়ং নিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা, আশীর্বাদও করছেন

বিধানসভা নির্বাচনের ভোটের প্রচারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলেই রাজ্যের মহিলাদের দেওয়া হবে ৫০০ থেকে হাজার টাকা। ভোটের পর ক্ষমতায় এসেই সেই কথা মতন শুরু হয়েছে দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প এর ফর্ম জমা নেওয়া আর বিলি। কিন্তু করোনা আবহে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম বিলি নিয়ে বহু জায়গায় উঠেছে নানা অভিযোগ। কোথাও হয়েছে অশান্তি হুড়োহুড়ির অভিযোগ, কোথাও আবার শাসক দলের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ টাকা নিয়ে ফর্ম বিলির।

এই আবহে এই প্রকল্পের ফর্ম জমা দেওয়া নিয়ে চোখে পড়ল এক অন্য রকম দৃশ্য। কলকাতা শহরের নিকটেই এক দুয়ারে সরকার ক্যাম্পে মহিলাদের কাছ থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা নিতে এক অভিনব পন্থা নেওয়া হয়েছে। একজন মহিলাকে মা লক্ষ্মী (Goddess Lakshmi) রূপে সাজিয়ে ফর্ম জমা নেওয়া হচ্ছে সল্টলেকের (Saltalke) দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp)।

বিধাননগর পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের সল্টলেক দত্তাবাদ এলাকা। ওই এলাকায় দুয়ারে সরকার ক্যাম্পে এক মহিলাকে মা লক্ষ্মী সাজানো হয়েছে। মা লক্ষ্মীর এক হাতে রয়েছে লক্ষ্মীর ভান্ডার, পদ্ম ফুল, আরেক হাতে মহিলাদের থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা নিচ্ছেন তিনি। আবার মা লক্ষ্মী মাথায় হাত দিয়ে আশীর্বাদও করছেন গৃহের লক্ষ্মী স্বরূপ মহিলাদের। এই অভিনব উদ্যোগ পেছনে রয়েছেন বিধাননগর পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের সল্টলেক দত্তাবাদের ক্যাম্পের কো-অর্ডিনেটর নির্মল দত্ত। জানা গেছে সকল মহিলাকে ফর্ম জমা দিতে উৎসাহ দিতেই এই অভিনব পন্থা।

প্রসঙ্গত, রাজ্য সরকারের দ্বিতীয় ভাগের দুয়ারে সরকার প্রকল্পে এই বারে সবথেকে বেশি আলোচিত প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। গত ১৬ অগাস্ট আনুষ্ঠানিক ভাবে সূচনা করা হয়েছে এই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। এই প্রকল্পে সাধারণ জন জাতির মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি-উপজাতি এবং ওবিসি শ্রেণীভুক্ত মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে পাবেন। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি লক্ষ্মীর ভান্ডারের ফর্মে থাকবে একটি নির্দিষ্ট নম্বর। সেখানে আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নথিভুক্ত থাকবে। সরাসরি মাসে টাকা ঢুকবে এই অ্যাকাউন্টে।

Related posts

‘গাঁজা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেব’! অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হুমকি দেওয়ার মারাত্মক অভিযোগ

News Desk

“আমাদের সাথে চলুন!” পুলিশ ভেবে গাড়ীতে উঠে বিধাননগরে সর্বস্ব খোয়ালেন ব্যবসায়ী

News Desk

করোনাভাইরাসে বাড়ছে বিপদ! ৯০% রোগীরই থেকে যাচ্ছে হৃদরোগের সম্ভাবনা! কী বলছে বিশেষজ্ঞরা

News Desk