Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

বিয়ে বাড়ীতে করোনা থেকে বাঁচতে বর -কনের জন্য তৈরি ফুলের তৈরি মাস্ক! কোথায় পাওয়া যাচ্ছে

দেশে করোনাভাইরাস মহামারীর (Corona Pandemic) ঝুঁকি এখনও কমেনি। এই ধরনের পরিস্থিতিতে, মানুষ শুধুমাত্র সামাজিক দূরত্ব এবং মাস্ক পরার মাধ্যমে কিছুটা হলেও এই ভাইরাসের সংক্রমন এড়ানো যায়। কিন্তু যদি কারো বিয়ে হয় তখন মাস্কে মুখ ঢেকে বিয়ে করতে কার বা ভালো লাগে। ফুলের মালা, টোপর ইত্যাদির সাথে সাধারন কাপড়ের মাস্ক পড়তে অনেকেরই ভালো লাগে না। কিন্তু অতিমারি চলাকালীন নিরুপায় তাই মাস্ক তো পড়তেই হবে। কিন্তু ধরুন যদি এই মাস্কেই আসে কিছুটা বদল। বিয়ের সাজ পোশাকের সাথে মানিয়ে যদি মাস্ক হয় ফুলের তৈরী। তাহলে?

এমনই এক অভিনব আইডিয়া নিয়ে হাজির হলেন তামিলনাড়ুর মাদুরাইয়ের এক ফুল ব্যাবসায়ী। এই ফুল বিক্রেতার এই নতুনত্বে মুগ্ধ অনেকেই। এই ফুল বিক্রেতা রীতিমত চর্চিত হচ্ছেন সোশ্যাল মিডিয়া জুড়ে এমন পরিস্থিতিতে বর -কনের জন্য একটি চমৎকার উপায় নিয়ে আসার জন্যে।

এএনআই (ANI) নিজেদের সোশ্যাল মিডিয়া টুইটারে অ্যাকাউন্টে এই ফুল বিক্রেতার কিছু ছবি শেয়ার করেছে। মোহন নামের এই ফুল বিক্রেতা মাদুরাইয়ের বাসিন্দা। করোনার সময়কালে, লোকেরা ভাইরাসের সংক্রমণ থেকে দূরে থাকার অনেক উপায় চেষ্টা করেছিল। এই যুগে বিয়ে করা জীবন নিয়ে খেলার মতো। এমন পরিস্থিতিতে মোহন বর -কনের জন্য বিশেষ ফুল দিয়ে মাস্ক বানিয়েছেন (Flower Mask for Bride and Groom)।

করোনাভাইরাস সবার জীবনকে উলোট পালট দিয়েছে। যে কোনো পাবলিক প্লেসে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। যাইহোক, কিছু লোক বিবাহ এবং অন্যান্য অনুষ্ঠানে মাস্ক পরা থেকে বিরত থাকে। কেউ কেউ মেকআপ নষ্ট হওয়ার ভয় পায়, আবার কেউ শ্বাস নিতে অসুবিধা অনুভব করতে শুরু করে। এমন পরিস্থিতিতে, যদি বিয়ের মন্ডপে বসে থাকা বর -কনে নিজেরাই মাস্ক পড়েন, তাহলে বাকি অতিথিরাও এর থেকে অনুপ্রেরণা পেতেন। এর থেকেই এই মাস্ক তৈরীর চিন্তা আসে ফুল ব্যাবসায়ী মোহন এর মাথায়।

মাদুরাইয়ের ফুল ব্যবসায়ী জানান, “দেশ-বিদেশের বাকি সব জায়গার মতই অতিমারি কে ঠেকাতে মাদুরাইতে মাস্ক পরা বাধ্যতামূলক। তবে বিয়ের দিন যারা বর-কনে তারা অনেকেই মাস্ক পরতে চান না। কিন্তু তারা এই ক্ষেত্রে সরকারি নিয়ম লঙ্ঘন করে সংক্রমণ এর আশঙ্কা বেড়াচ্ছেন। সেই অসুবিধে দূর করতেই ফুলের মাস্ক তৈরির সিদ্ধান্ত নিই।” ইতিমধ্যেই এই ফুলের মাস্ক বেশ প্রশংসা কুড়িয়েছে। এই অভিনব ফুলের মাস্ক বাজারে চাহিদাও বেশ।

Related posts

কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এই কাজগুলি করুন! জীবনে টাকা পয়সার অভাব থাকবে না আর

News Desk

পরিবারের সকলকে মাদক মেশানো খাবার খাইয়ে প্রেমিকের সঙ্গে পালালো ৫ সন্তানের মা! তারপর..

News Desk

ফ্লাইটে অন্তর্বাস পড়তেই হবে! ক্রু মেম্বারদের জন্য অদ্ভুত নির্দেশ জারি পাকিস্তান এয়ারলাইন্সের

News Desk