বড় সুখবর দেশের প্রায় ৬ কোটি এমপ্লয়ীজ প্রভিদেন্ড ফান্ড (Employer Providend Fund) এর সাবস্ক্রাইবারদের জন্য ৷ মোদী সরকার ইপিএফ্ও (EPFO) অ্যাকাউন্ট হোল্ডার দের দিতে চলেছে এক বিশেষ উপহার।
সূত্রে জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার তরফে পিএফ ৮.৫ শতাংশ সুদ জুলাইয়ের শেষ পর্যন্ত দেওয়ার সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হতে পারে আর্থিক বছর ২০২০-২১-এর জন্য ৷ ইপিএফও (EPFO) ইতিমধ্যেই এই বিষয়ে শ্রম মন্ত্রকের তরফে অনুমতি পেয়ে গিয়েছে ৷ খুব তাড়াতাড়িই এই বিষয়ে ছাড়পত্র মিলবে বলে আশ্বাস কেন্দ্রের তরফে। এবং এই প্রক্রিয়া দ্রুত শুরু হবে ।
তাই মনে করা হচ্ছে EPFO এর প্রায় ৬ কোটি সাবস্ক্রাইবাররা শীঘ্রই পেতে পারেন সুখবর শ্রম মন্ত্রকের তরফে এই অনুমতি পাওয়ার পর৷ ৮.৫ শতাংশ সুদ জুলাইয়ের শেষে সাবস্ক্রাইবারদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে EPFO এর তরফে অর্থবর্ষ ২০২০-২১ এর জন্য ৷ সূত্রের খবর অনুযায়ী, সমস্ত কর্মচারীদের অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট করা হবে সুদের টাকা ৷
গত বছর ২০১৯-২০-র সুদ পাওয়ার জন্য ১০ মাসের জন্য অপেক্ষা করতে হয়েছে EPFO অ্যাকাউন্ট হোল্ডারদের ৷ কোনও বদল আসেনি EPFO আর্থিক বছর ২০২০-২১ এর জন্য সুদের হারে । সুদ দেওয়া হবে ৮.৫ শতাংশ হিসেবেই। তবে ইপিএফও (EPFO) ভারতে চলা এই করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নন-রিফান্ডেবল কোভিড-১৯ অ্যাডভান্স টাকা তোলার অনুমতি দিয়েছে তাদের অ্যাকাউন্ট হোল্ডারদের ৷