Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

ভোরবেলা ভূমিকম্পে জাপানে, কেপে উঠল অলিম্পিকের শহর, আতঙ্ক অলিম্পিক আসরে

বুধবার ভোরে কেপে উঠল জাপানের অলিম্পিক আসর। স্থানীয় সময় সাড়ে পাঁচটা নাগাদ ভোরের আলো ফোটার আগেই পূর্ব টোকিও (Tokiyo) কেঁপে উঠল ভূমিকম্পে। ভূকম্পন টের পেলেন টোকিও অলিম্পিকের গেমস ভিলেজে (Tokyo Olympics Games Village) থাকা প্রতিযোগী ও সাংবাদিকরা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। তবে স্বস্তির খবর, আজকের এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি খবর নেই বলেই জানা গিয়েছে। ভুকম্পনের ফলে সুনামি সতর্কতাও জারি হয়নি। ভূমিকম্পের কেন্দ্র স্থলভাগ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠের ৩০ কিলোমিটার গভীরে ছিল।

সূত্রের খবর, স্থানীয় সময় সকাল সাড়ে ৫টা নাগাদ হঠাৎ করে বেশ ভালই কম্পন হয় জাপানের ইবারাকি এলাকায়। জাপান মেটেরোলজিকাল এজেন্সি (Japan Meteorological Agency) তরফে জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ভূমি থেকে ৪০ কিলোমিটার গভীরে। কোনো কোনো জায়গায় ২০ সেকেন্ডে বা তার বেশি সময় ধরেও অনুভূত হয় কম্পন। জাপানে ভূমিকম্প হওয়া নতুন কিছু নয়। জাপানের ভৌগলিক অবস্থানের কারণে দেশটি পৃথিবীর অন্য যেকোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প প্রবন। আসলে আমাদের ভূপৃষ্ঠের যে প্লেট দিয়ে তৈরি তার তিনটি প্লেটের উপর অবস্থান করে জাপান। ফলে যখনই সেই প্লেটগুলো একটু সরে যায়, তখনই তখনই কেঁপে ওঠে উদীয়মান সূর্যের দেশ। তেমনই আজও হয়েছে। কম্পন অনুভূত হয় অলিম্পিক্সের আসরেও। তবে সুনামির কোনও ভয় নেই।

Earthquake felt in Japan and Tokyo Olympic Village

তবে ভোরের আলো ফুটতে না ফুটতেই জোর কম্পনে কিছুক্ষণের জন্যে আতঙ্ক ছড়ায় অলিম্পিক ভিলেজে থাকা প্রতিযোগী এবং সাংবাদিকদের মধ্যে। তবে প্রায় সাথে সাথেই আতঙ্কের কোনো কারণ নেই বলেই জানিয়েছে সে দেশের মেটেরোলজিক্যাল এজেন্সি। কিন্তু কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েন আয়োজক ও স্টাফেরা। সেই মুহূর্তে অলিম্পিকের কোনও খেলা শুরু না হলেও হঠাৎ কম্পনে অলিম্পিক ভিলেজে সকলেই সাময়িকভাবে অস্থির হয়ে পড়েছিলেন। জাপানের অধিবাসীদের কাছে এমন ধরনের কম্পন স্বাভাবিক বা ঘন ঘন হওয়া ঘটনা হলেও বাকি দেশের প্রতিযোগীরা সামান্য উদ্বিগ্ন হয়ে পড়ে। অলিম্পিক ভিলেজে রয়েছে সমস্ত দেশেরই প্রতিযোগীরা রয়েছেন।

টোকিয়োতে উপস্থিত থাকা এক সাংবাদিক টুইটে জানান, টোকিওতে ভূমিকম্প হচ্ছে। শেষ ৩০ সেকেন্ড ধরে ভুকম্পন অনুভব করছি।

আরেকজনও টুইট করে লেখেন, প্রায় তিন মিনিট টানা মৃদু ভুকম্পন অনুভব করলাম। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় একটি লাইভ সম্প্রচার করছিলেন। তার মধ্যেই হয় ভূমিকম্প। সেই শো-তেই ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানান তিনি।

Related posts

সারাসপ্তাহ সেক্স করলে বাড়ী ভাড়া মকুব, বিকল্প পদ্ধতিতে ভাড়া মেটানোর প্রস্তাব দিয়ে বিপাকে বাড়ীর মালিক

News Desk

এক যুবক রাজমা ঢুকিয়েছিলেন নিজের গোপনাঙ্গে, কারন যৌনসুখ পেতে চেয়েছিলেন, এতেই যত বিপত্তি !

News Desk

কালো কাচের ঘরে মহিলাদের দ্বারা পুরুষ শরীরে ‘মাসাজ’! আর চলবে না। স্পা-পার্লার এর ওপর কড়া নজরদারি

News Desk