Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

ভুলেও এই সব গাছ নিজের বাড়িতে রাখবেন না, হতে পারে বিপদ! সাবধান করছে বাস্তুশাস্ত্র

গাছপালার শৌখিন অনেক মানুষই হয়। বাড়ির অভ্যন্তরে বা বারান্দা বা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে অনেকেই গাছপালা লাগিয়ে থাকেন। বাস্তু মতে এমন অনেক গাছ আছে যা বাড়িতে লাগালে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। হিন্দুধর্ম মতে এমনটাও বিশ্বাস করা হয় যে ঈশ্বরও বাস করেন গাছে। তুলসী, নিম ইত্যাদি নানা গাছকে শুভ মানা হয়। যেমন বাড়িতে কিছু গাছ লাগানো শুভ বলে মনে করা হয়, আবার তেমনই কিছু গাছ লাগানো ঠিক নয় বলেও বিবেচনা করা হয়। কিছু গাছ বাড়িতে লাগলে তা আপনাকে সর্বস্বান্ত করতে পারে। শুনে হয়ত অবাক লাগবে কিন্তু বাস্তুশাস্ত্র এমনটাই বলে। এমন গাছপালা আপনার ভাগ্যকে দুর্ভাগ্যে পরিনত করতে পারে। এই প্রতিবেদনে আমরা এমন ৬টি গাছের কথা বলব যা দেখতে খুব সুন্দর, অনেকে বাড়ি বা অফিসের সৌন্দর্য বৃদ্ধিতেও সহায়ক হয় কিন্তু এগুলি দুর্ভাগ্য বয়ে আনে। 

১. ক্যাকটাস

অনেকেই ঘরের বা অফিসের ইন্টিরিয়ার সাজাতে ক্যাকটাস পছন্দ করেন। কিন্তু কখনই ভুলেও ক্যাকটাস বাড়িতে বা অফিসে রাখা উচিত নয়। লাপ ছাড়া ক্যাকটাস বা অন্যান্য আকর্ষণীয় দেখতে কাঁটাযুক্ত গাছপালা সরিয়ে দেওয়া উচিত। এই গাছ ঘরের মধ্যে রাখলে ঘরের পরিবেশে অশান্তি তৈরি হয়।

২. বনসাই 

আজকাল অনেকেই বাড়িতে বনসাই গাছ রাখতে পছন্দ করেন। এটা বিশ্বাস করা হয় যে বাড়িতে বনসাই রাখা সদস্যদের অগ্রগতির পথে বাধা হতে পারে। একই ভাবে, কোনো লাল ফুলের গাছের বনসাই ঘরের ভিতরে রাখা এড়ানো উচিত। তবে বনসাই বাগানে বা কোনো খোলা জায়গায় বা বাগানে রাখতে পারেন। 

৩. খেজুর

অনেক বাড়িতেই খেজুর গাছ লাগাতে দেখা যায়। তবে জানেন কি খেজুর গাছ বাড়িতে লাগানো মোটেও শুভ নয়। বাড়ির অভ্যন্তরে খেজুর গাছ রাখলে বাড়ির সদস্যরা পড়তে পারেন আর্থিক সংকটে। খেজুর গাছ দেখতে আকর্ষণীয় খেজুর ফল খেতে সুস্বাদু। কিন্তু বসত বাড়িতে এই গাছ না লাগানোই শ্রেয়।

৪. তেঁতুল 

তেঁতুল গাছ সাধারণের কাছে বেশ পরিচিত একটি গাছ। তবে নিজের বাড়িতে এই গাছ একেবারেই লাগাবেন না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তেঁতুল গাছে বাস করেন নানা অপদেবতা, আত্মা, ভুত, প্রেত ইত্যাদি। অতএব, এই বিষয়টিতে মাথায় রাখুন, যেখানে তেতুঁল গাছ আছে, সেখানে বাড়ি নির্মাণ না করাই ভালো। 

৫. মৃত বা শুকনো গাছ

মৃত ও শুকনো গাছ কখনই বাড়িতে রাখা উচিত নয়। তারা ভাগ্যের ওপর বাধা হয়ে দাঁড়ায়। লোকেরা প্রায়শই বাড়িতে ফুলের তোড়া বা বুকে সেগুলি শুকিয়ে যাওয়ার পরেও রাখেন, এগুলোকেও অশুভ বলে মনে করা হয়।

৬.তুলা বা কার্পাস গাছ

তুলো বা কার্পাস গাছ কোনো ভাবেই বাড়ির জন্যে শুভ নয়। তুলো বা কার্পাস গাছ বাড়িতে রাখলে কোনো দিন বাড়ির উন্নতি হবে না।

Related posts

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ২৪ বছর বয়সী স্বামীর সন্তানের মা হতে চান ৬১ বছরের স্ত্রী!

News Desk

মৃতদের প্রমাণ গোপন করতে ভ্রাম্যমাণ শ্মশান চুল্লি নিয়ে ঘুরছে রাশিয়ার ফৌজ: রিপোর্ট

News Desk

সত্যতা লুকিয়ে বিয়ে করেছিল স্ত্রী! বিয়ের পর আসল সত্য সামনে আসতেই ভয়ঙ্কর পদক্ষেপ নিলেন ব্যক্তি

News Desk