Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

কোনোমতেই চিন্তা কমছেনা করোনার বারবাড়ন্ত ঘিরে! প্রাণ কেড়েই চলেছে মারণ ভাইরাস

কোনোমতেই যেন চিন্তা কমছেনা করোনার দাপট ঘিরে । গতমাসে একটু কমলেও এমাসে আবারও বাড়তে থাকছে করোনার কেস। পরিসংখ্যান বলছে করোনার দৈনিক সংক্রমণ ২০০০০ পার করলো। মারণ ভাইরাস প্রাণ কেড়ে চলেছে মানুষের মাক্সিপক্স নিয়ে নয়া আতঙ্কের মাঝেই। তবে নিম্নমুখী অ্যাকটিভ কেস সাময়িক স্বস্তি দিচ্ছে।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ২০,৪০৮ জন। ৪ কোটি ৪০ লক্ষ ১৩৮ জন দেশের মোট করোনা সংক্রমিত। অবশ্য গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বাড়লেও খানিকটা কমেছে অ্যাকটিভ কেস।বর্তমানে ১ লক্ষ ৪৩ হাজার ৩৮৪ জন দেশের সক্রিয় রোগী । ০.৩৩ শতাংশ দেশের অ্যাকটিভ করোনার কেস। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে বোঝা যাচ্ছে , একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ভারতে ৫৬ জন। এখনও পর্যন্ত দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৩১২।

এখনও উদ্বেগজনক বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ। যেমন মহারাষ্ট্রে করোনা সংক্রমিত প্রায় দু’হাজার গত ২৪ ঘণ্টায়। একদিনে করোনার বলি সে রাজ্যে ৬ জন। কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যান এখনও চিন্তায় রাখছে। আবার ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টের বাড়বাড়ন্ত এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ৩৩ লক্ষ ৩০ হাজার ৪৪২ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ২০,৯৫৮ জন। ৯৮.৪৮ শতাংশ সুস্থতার হার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য বলছে , দেশে প্রায় ২০৪ কোটি করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে টেস্টিংয়েও জোর দেওয়া হচ্ছে। ৪ লক্ষ ৪ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে গতকাল দেশে।

Related posts

খেলেই মিলবে চূড়ান্ত যৌন উত্তেজনা! নেটমাধ্যমে ভাইরাল শর্মাজির অরগাজমিক শিঙাড়া

News Desk

“পার্থদা ফ্ল্যাটে এলেই সেদিনকার মতন ডিউটি শেষ হয়ে যেত”, মুখ খুললেন অর্পিতার গাড়িচালক

News Desk

মানত পূরণ না হলে ভগবানের প্রতি ক্ষুব্ধ যুবক মন্দিরে ঢুকে চালালো ভাঙচুর! যা ফল ভুগতে হলো

News Desk