সবে বিয়ে হয়েছে যথেষ্ট সুন্দর ফিগারের অধিকারী মেয়েটির । গড়ায়নি এখনও বছরও । এখন ফুলে ফেঁপে একসা , আগাগোড়া ছিপছিপে, ঈর্ষনীয় ফিগারের মেয়েটা । কী করে এমনটা হল নিজেই বুঝতে পারছে না । মেয়েরা মোটা হয়ে যায় বিয়ের পর, এমন কথা তো বহুল প্রচলিত । কিন্তু সেই কথাটা যে অক্ষরে অক্ষরে তাঁর ক্ষেত্রে এমন মিলে যাবে সেটা বোধহয় ভাবতেও পারেনি সেই মেয়েটি । কিন্তু এর পিছনের আসল কারণটা কী? অনেকেই বলেন, ওজন বাড়ে নিয়মিত সেক্স করলে! সত্যিই কি তাই?
বিজ্ঞান বলছে, একেবারেই নয় । বিয়ের সঙ্গে মোটা হয়ে যাওয়ার সম্পর্ক সেক্সের সঙ্গে জড়িত নয় । অর্থাৎ কেউ মোটা হন না নিয়মিত সেক্স করার জন্য । এই ধারণা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ।
তাহলে আসল কারণটা কী? বিয়ের পর এ কথাটা অনেকক্ষেত্রেই সত্য যে অনেকেই মোটা হয়ে যান । আর তার কারণ হল হরমোনাল পরিবর্তন ।
মেয়েদের শরীর ভারী হয়ে যায় বিয়ের পর । বিশেষত তাঁদের কোমর, থাই, বক্ষদেশ, নিতম্ভের আকার পরিবর্তিত হয় । আর এটা হয় হঠাৎ করেই সেক্স হরমোনের নানারকম পরিবর্তনের কারণে শরীরের মধ্যে ।
শুধু তাই নয়, মোটা হওয়ার সঙ্গে মানসিক সন্তুষ্টিও রয়েছে । সুখী দাম্পত্য জীবনে নিরাপত্তা, নিশ্চিন্ততা, শারীরিক সুখ…সবটাই ভরে থাকে কানায় কানায় । আর এতে আসে মানসিক শান্তি । যার ফলে ওজন বৃদ্ধি হয় ।
এ ছাড়াও খাওয়া-দাওয়া রয়েছে । সমীক্ষা বলছে, পরিমাণে কম খান সিঙ্গল মানুষরা । কিন্তু বিবাহিত জীবনে নিয়মিত খাওয়া-দাওয়ার একটা চল রয়েছে । সেটাও একটা কারণ মোটা হওয়ার ।
পরিশেষে বলা যায়, মোটা হওয়ার ধারণা সম্পূর্ণ ভ্রান্ত সেক্স করলে । বরং ওজন কমে নিয়মিত শারীরিক সম্পর্কে।