Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

স্মার্ট টিভি (SMART TV) কিনতে চলেছেন! কেনার আগে অবশ্যই মাথায় রাখবেন এই পাঁচটি বিষয়

আপনি কি নতুন টিভি কেনার কথা ভাবছেন। বুঝতে পারছেন না কেমন টিভি কিনলে ভালো হবে? আজকাল স্মার্ট টিভি কেনা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। প্রত্যেকটি ব্র্যান্ডই বিভিন্ন স্ক্রিন সাইজের, বিভিন্ন রেজোলিউশনের টিভি অফার করে। একটা ভালো কোয়ালিটির টিভি চলতে পারে বছরের পর বছর ধরে। তাই এমন কোনো ভালো টিভি কিনতে গেলে মাথায় রাখতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। নতুন টিভি কেনার আগে যাচাই করে নিতে হবে সবকটি। আসুন একনজরে জেনে নেওয়া যাক নতুন টিভি কেনার সময় আপনি কোন কোন গুণগুলির ওপর বিশেষ নজর দেবেন –

স্ক্রিন সাইজ:

যে কোনো টিভি কেনার আগে আপনাকে সবার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে তা হল টিভির ডিসপ্লে সাইজ। আপনি যদি জানতে চান যে আপনার টিভির স্ক্রিন সাইজের সঙ্গে উপযুক্ত বসার জায়গার দূরত্ব কত হবে তাহলে ডিসপ্লে সাইজকে 10 দিয়ে ভাগ করতে পারেন। যেমন ধরুন আপনার টিভির স্ক্রিন সাইজ 55 ইঞ্চি, তাহলে আপনাকে টিভি থেকে 5.5 ফিট দুরত্বে বসতে হবে। আপনার টিভির স্ক্রিন সাইজ 65 ইঞ্চি বা 75 ইঞ্চি হলে আপনাকে 6.5 ফিট বা 7.5 ফিট দূর থেকে টিভি দেখতে হবে। আপনি চাইলে নিজের বসার জায়গাকে আরও পিছিয়ে নিয়ে যেতে পারেন তবে এগিয়ে গিয়ে টিভি দেখতে ভিজ্যুয়ালে অস্বস্তি হতে পারে।

রেজোলিউশন:

আপনার যদি 32 ইঞ্চি, 40 ইঞ্চি বা 43 ইঞ্চির টিভি কিনতে না চান তবে নির্দ্বিধায় আপনি 4K রেজোলিউশনের টিভি কেনার কথা ভেবে দেখতে পারেন। কিছু কিছু ব্র্যান্ড 4K রেজোলিউশনের টিভিতে দিচ্ছে 720P থেকে 1080P পর্যন্ত পিকচার কোয়ালিটি। তবে 43 ইঞ্চি বা তার কমের ডিসপ্লে সাইজের ক্ষেত্রে কেনা যেতে পারে 1080P পিকচার কোয়ালিটির টিভি। এখন 8K রেজোলিউশনের টিভি কেনা পয়সা অপচয়ের সমান। 8K রেজোলিউশনের টিভিগুলির দাম যে শুরু বেশি এমন নয় সেইসঙ্গে বিভিন্ন স্ট্রিমিং সার্ভিসগুলি এমন কোনো কনটেন্ট অফার করে না যা 8K রেজোলিউশনে দেখা সম্ভব।

এইচডিআর:

এইচডিআর বলতে বোঝায় স্ক্রিনের হাই ডায়নামিক রেঞ্জকে। কালার, ব্রাইটনেস ও কন্ট্রাস্টের দিক থেকে দেয় আরও উন্নত ভিসন কোয়ালিটি। সবচাইতে উন্নত এইচডিআর স্ট্যান্ডার্ড হল ডলবি ভিসন। নামের মতনই ডলবি ভিসন পিকচার কোয়ালিটি দেখা যায় দামী ও বড়ো ডিসপ্লের টিভিগুলিতে।

অপারেটিং সিস্টেম:

আজকাল সমস্ত স্মার্টটিভিই কাজ করে অপারেটিং সিস্টেমে। বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড যেমন LG টিভিতে রয়েছে WebOS অপারেটিং সিস্টেম। Samsung ব্র্যান্ডের স্মার্টটিভিগুলির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে টাইজেন। সোনি, রেডমি, ওয়ানপ্লাস ব্র্যান্ডের স্মার্টটিভিগুলি চলে গুগলের অ্যান্ড্রয়েড টিভি UI অপারেটিং সিস্টেমে।

কানেক্টিভিটি:

আপনি যদি আপনার টিভির সঙ্গে হোম থিয়েটার বা সাউন্ডবার কানেক্ট করাতে চান তবে আপনার টিভি যাতে HDMI ARC অথবা এআরসি পোর্টের সাপোর্টের সঙ্গে আসে তা দেখে নেবেন। ARC বলতে বোঝায় অডিও রিটার্ন চ্যানেল। eARC কথার অর্থ হল এনহ্যান্সড অডিও রিটার্ন চ্যানেল। আপনি যদি ফিউচার প্রুফ ফিচার সমেত টিভি কিনতে চান তবে HDMI 2.1 স্ট্যান্ডার্ডের টিভি কিনতে পারেন। এই ধরণের টিভি আসে অডিও পোর্ট ও অনেকসময়ে 3.5মিমি. AUX পোর্টের সঙ্গে। যে সমস্ত টিভি ইউএসবি পোর্টের ফিচারসমেত পাওয়া যায়, সেগুলিতে পেনড্রাইভ ইনসার্ট করার সুযোগ রয়েছে। কিছু কিছু টিভিতে থাকে Bluetooth কানেক্টিভিটির ফিচার। এই ধরনের টিভিতে ইথারনেটের মাধ্যমে ইন্টারনেটের কানেকশন ও করা যায়।

Related posts

নখে সাদা সাদা দাগ দেখা যায়? জানেন এই দাগ দেখা যায় কেন! শরীরে কিসের অভাবে

News Desk

ভারাক্রান্ত হৃদয়ে ক্রিকেট থেকে অবসর ডেল স্টেইনের! ৯৯ সংখ্যাতেই থামল ক্রিকেট ক্যারিয়ার

News Desk

মানুষের হারানো স্মৃতি শক্তি ফিরে আসছে নাকি শুধু গান গেয়েই, এখন কলকাতাতেই চালু হতে চলেছে মেমোরি ক্লিনিক

News Desk