Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

স্ত্রীর দেহে স্থূলতা, যৌন মিলন দীর্ঘস্থায়ী হচ্ছে না ’’- জেনে নিন কী করবেন ?

আপনার সবে বিয়ে হয়েছে ৷ হয়তো সম্বন্ধ দেখে বিয়ে স্থির করা হয়েছিল , কিন্তু এতে আপনার ও আপনার স্ত্রী দু‘জনেরই মত ছিল। শারিরীক ভাবে চেনার সুযোগ না হলেও গড়ে উঠেছে রীতিমত বন্ধুত্বের সম্পর্ক। আপনার স্ত্রীর শরীরে সামান্য স্থূলতা থাকলেও সে রীতিমত আকর্ষণীয়।

স্ত্রীর দেহে স্থূলতা, যৌন মিলন দীর্ঘস্থায়ী হচ্ছে না ’’- জেনে নিন কী করবেন ?

কিন্তু বিয়ের পরে হঠাৎই ছন্দপতন। আপনাদের যৌন মিলন তো হয় ৷ কিন্তু তা হয়ত ১০ দিনে বড়োজোর একবার ৷ তাও দীর্ঘস্থয়ী হচ্ছে না। যৌনতার তীব্র আকর্ষণে মিলিত হলেও যৌনসুখ দীর্ঘস্থায়ী হচ্ছে না৷ হয়ত যৌন মিলন মাত্র এক মিনিট মতো স্থায়ী হচ্ছে ৷ তারপরেই হঠাৎ করে শেষ হয়ে যাচ্ছে যৌন সঙ্গমের মুহুর্তটি৷

দুজনেই অতৃপ্ত থাকছে কিন্তু তাও কিছুই করতে পারছেন না ৷ আপনার সঙ্গী একেবারেই বিছানায় নড়াচড়া করে না ৷ কিন্তু ওর স্থূলতার জন্যই এমনটা হচ্ছে এটা বললে সঙ্গীর দুঃখ পেয়ে আরও সরে যাবে। সেক্ষেত্রে আপনার কি করণীয়?

যৌন বিশেষজ্ঞরা জানাচ্ছেন আপনার স্ত্রীর আগে আপনার সমস্যাটা সমাধান করা প্রয়োজন ৷ আপনাদের বিয়ে যেহেতু খুব একটা পুরনো নয় এবং দুজনেই দুজনের সাথে শারীরিক ভাবে খুব একটা পরিচিত নয় ফলে আপনি হয়ত এখনও সেক্স বিষয়টি তে পুরোপুরি অভ্যস্ত হতে পারেননি ৷ তারওপর আপনার মাথায় হয়ত সবসময় কাজ করছে আপনি এবার যৌন সঙ্গম দীর্ঘস্থয়ী করতে পারবেন তো ৷ আর এই সেক্স পারফরম্যান্স দেওয়ার চাপ কিন্তু আপনার যৌন ক্ষমতাকেও প্রভাবিত করছে ৷ তাই সবার আগে আপনাকে এগিয়ে আস্তে হবে এবং স্ত্রীর জড়তা কাটাতে হবে।

পাশাপাশি যেহেতু আপনার স্ত্রী ওজন বেশী হওয়ার দরুন বিছানায় বেশী নড়াচড়া করেন না মানে করতে পারেন না সেটাও কিন্তু খুব একটা একটা ভালো লক্ষণ নয়। শুধুমাত্র যৌন সঙ্গম নয় তার স্বাস্থের জন্যও ৷ এটা তাঁর শারিরীক অসুস্থতা বাড়িয়ে দেবে ৷ ফলে আপনার স্ত্রী কে ভালোবেসে বুঝিয়ে বলুন ওজন কমানোর বিষয়টি ৷ নিশ্চয় চিকিৎসকের পরামর্শ মেনে চললে সে অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলতে পারবে ৷

Related posts

বিশাল টাকা ধার নিয়েছেন তৃণমূল পার্থী সায়নী ঘোষ, জেনে নিন তার সম্পত্তির পরিমান?

News Desk

মেয়ে জানলে জুটবে অত্যাচার! তালিবানের হাত থেকে বাঁচতে ১০ বছর পুরুষ সেজে ছিলেন নাদিয়া

News Desk

৮০ জন মানুষকে গিলে খেয়েছে! ওসামা বিন লাদেনের ভয়ে কাঁপছে এই গ্রাম

dainikaccess