Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
ট্রেন্ডিং

সকলে বাড়ি ফেরা না পর্যন্ত তিনিও ফিরবেন না। ধোনির সিদ্ধান্তকে কুর্নিশ সিএসকে পরিবারের

অধিনায়ক হিসেবে তার খ্যাতি নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবারে সতীর্থ হিসাবেও এক নিদর্শন কায়েম করলেন ধোনি। করোনা পরিস্থিতিতে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক দেখিয়ে দিলেন, তিনি শুধুমাত্র দলের “বস” নন, “লিডার”।

সকলে বাড়ি ফেরা না পর্যন্ত তিনিও ফিরবেন না। ধোনির সিদ্ধান্তকে কুর্নিশ সিএসকে পরিবারের

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় হঠাৎই থামিয়ে দিতে হয়েছে আইপিএল। একের পর এক প্লেয়ার এর করোনা সংক্রমনের কারণে মাঝপর্বে স্থগিত হয়ে গিয়েছে টুর্নামেন্ট। সমস্ত ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারেরা যে যার বাড়ি ফিরে গিয়েছেন বা যাওয়ার অপেক্ষায় আছেন। ভারতীয় ক্রিকেটাররা সকলেই ফিরে যেতে পেরেছেন। অনেক বিদেশি প্লেয়ার অবশ্য এখনও বাড়ি ফেরার বিমানের অপেক্ষায়। তবে শুক্রবার পর্যন্ত সিএসকে দলের সাথেই ছিলেন ক্যাপ্টেন মহেন্দ্র সিংহ ধোনি। রাঁচিতে নিজের বাড়ি ফেরেননি তিনি। কেন? সিএসকে টিম ম্যানেজমেন্টকে তিনি বলে দিয়েছিলেন, সতীর্থরা সকলে সুরক্ষিত ভাবে বাড়ি ফেরা না পর্যন্ত তিনিও ফিরবেন না। করোনা পরিস্থিতিতে ধোনির এহেন সিদ্ধান্ত প্রত্যেকের কাছেই প্রবল প্রশংসিত হয়েছে। অনেকেই স্যালুট জানিয়েছেন ধোনির প্রকৃত লিডার এর মত আচরণ কে। সিএসকে দলের সকলে ফেরার পথ ধরার পর অবশেষে শুক্রবার রাঁচিতে ফেরেন ধোনি।

নাম প্রকাশে অনিচ্ছুক চেন্নাই সুপার কিংস দলের একজন বলেন, ‘মাহি ভাই সবাইকে জানিয়েছিল যে, সকলের শেষে টিম হোটেল থেকে ও বেরবে। মাহি ভাই চেয়েছিল যে বিদেশি ক্রিকেটার যারা তারা আগে বেরোক, তারপর ভারতীয় ক্রিকেটারেরা বাড়ি যাবে। মাহি ভাই জানিয়েই দিয়েছিল যে, সকলে নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার পর সবার শেষে ফ্লাইট ধরবে।’

মহেন্দ্র সিং ধোনির এই সিদ্ধান্তের প্রশংসায় মুখরিত সকলে। নেট দুনিয়ার নাগরিকরাও তাঁর এই মহানুভবতাকে কুর্নিশ জানিয়েছেন। সকলে এক কথা মেনেছেন যে, নেতা মানে কী, সেটা সামনে থেকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন ধোনি। সকলের কাছে নিদর্শন তৈরি করে দিয়েছেন।

Related posts

চূড়ান্ত অর্থাভাব! তাও ঘুঘনি বেঁচেই ছেলে মেয়েকে উচ্চ শিক্ষিত করছেন ঘুঘনি দাদু

News Desk

‘মহামারী কাউকে নিস্তার দেবে না’, স্ত্রী-সন্তানদের খুন করে ‘মুক্তি’ দিলেন মানসিক অবসাদগ্রস্ত চিকিৎসক

News Desk

তিনি যখন থাকতেন না তখনই ঢোকানো হতো টাকা, সাংবাদিকদের সামনে বিস্ফোরক অর্পিতা

News Desk