Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

পাঁচ বছরের নীচে শিশুদের মাস্ক পরায় নিষেধাজ্ঞা , করোনায় শিশুদের জন্যে নতুন গাইডলাইন

করোনা রুখতে বড়দের জন্য অবশ্য মেনে চলতে হবে যে ‘মাস্ক’  বিধি, পাঁচ বছরের থেকে কম বয়সী শিশুদের ক্ষেত্রে সেই মাস্ক পরানোর ক্ষেত্রেই মানা করল কেন্দ্র।

পাঁচ বছরের নিচে কোনো বাচ্চা কে মাস্ক পরিয়ে রাখা উচিত নয়। এই ব্যাপারে মানা করে নির্দেশিকা দিল খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিস বা DGHS । কেন্দ্রীয় তরফে প্রকাশিত এই সংশোধিত নির্দেশিকায় জানানো হয়েছে, ৬ বছরের উর্দ্ধের শিশুদের ফেস-মাস্ক পরানো যেতে পারে। কিন্তু ৫ বছরের কম বয়সীদের তা পড়ানোর দরকার নেই।

covid effect in third wave

করোনা অতিমারীতে শিশুদের সুরক্ষা এবং সুস্থ থাকা নিয়ে চিন্তিত কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস নয়া নির্দেশিকা প্রকাশ করেছে শিশুদের জন্য। এই গাইডলাইন-এ করোনার সময়ে শিশুদের ক্ষেত্রে কী কী নতুন নীতি প্রযোজ্য হবে তাঁর সংশোধিত নির্দেশিকাই প্রকাশ করা হয়েছে।

এই নির্দেশে বলা হয়েছে পাঁচ বছরের নিচে কোনো শিশুকে মাস্ক পরানোর প্রয়োজন নেই। যদি একান্তই কেউ পড়াতে চায় তাহলে চিকিৎসকের সঙ্গে শিশুটির স্বাস্থ্য নিয়ে আলোচনা করে যেন মাস্ক পরানো হয়।

এছাড়া ১৮ বছরের নিচের বয়সীদের করোনা মোকাবিলায় অ্যান্টি ভাইরাল ড্রাগ রেমডিসিভির প্রয়োগ যাতে না করা হয়, সেই পরামর্শও দেওয়া হয়েছে। সিটি স্ক্যানে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র।

বাচ্চারা দীর্ঘ সময় মাস্ক পরে থাকলে তাদের শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, পাশাপাশি ঘাম জমে রাশ বা ত্বক – এর সমস্যা দেখা দিতে পারে। এই কারণেই এই নির্দেশিকা এমন মনে করছে বিশেষজ্ঞরা। পাশাপাশি প্রাপ্ত বয়সী দের আরও কঠোর ভাবে কোভিড বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

Related posts

সবসময় সাদা শাড়িই কেন পরতেন গায়িকা? নিজেই জানিয়েছিলেন লতা মঙ্গেশকর

News Desk

ফেক ইনস্টাগ্রাম আইডি থেকে টাকা চেয়ে প্রেমিকাকে ব্ল্যাকমেল প্রেমিকের, তারপর যা ঘটলো!

News Desk

খোঁজ পাওয়া যায়নি নতুন কোনও ভাইরাসের প্রজাতির, কেজরিওয়ালের টুইট নস্যাৎ করে জানাল সিঙ্গাপুর

News Desk