Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

আরও মারাত্মক হচ্ছে করোনার ডেল্টা প্রজাতি , নয়া সতর্কবাণী দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার দ্বিতীয় ঢেউ অনেকটাই চলে এসেছে নিয়ন্ত্রণে। সারা বিশ্বে করোনার দ্বিতীয় ঢেউ সব থেকে বড় আঘাত হেনেছে ভারতে। ভারত সেই ধাক্কা অনেকটা কাটিয়ে উঠেছে, তবে এর মাঝেই আসন্ন করোনার তৃতীয় ঢেউ ঘিরে নতুন আশঙ্কার মেঘ তৈরি হয়েছে ডেল্টা প্রজাতি (Delta Plus variant) কে ঘিরে। বিশ্বে তৃতীয় ঢেউ হানার জন্য ডেল্টা প্রজাতিকেই দায়ি করছেন বিশ্বের তমাম স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর এর মাঝেই করোনা ডেল্টা স্ট্রেন নিয়ে সতর্কবাণী দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) বা হু (WHO) -র গলায়। 

২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতে প্রথম ধরা পড়ে এই করোনার এই ডেল্টা ভ্যারিয়েন্টটি। Sars-Covid-2 বেশ কিছু মিউটেশন ঘটিয়ে এই করোনা ভাইরাস প্রজাতি আগের থেকে অনেকটাই বেশি শক্তিশালী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তরফে সম্প্রতি যে রিপোর্ট সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে খুব দ্রুততার সাথেই বিশ্বের ১০০ টির বেশী দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের প্রজাতিটি।

delta will be most dangerous Variyant in world

সারস কোভিড-২ করোনা ভাইরাসের থেকে এই মিউটেন্ট হয়ে ওঠা প্রজাতিটি অনেক বেশী সংক্রামক। অন্তত ২ গুণ থেকে ৩ গুণ বেশি সংক্রমক। ভারত, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রে, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ইত্যাদি নানা দেশে আবারও হানা দিয়েছে এই ডেল্টা ভ্যারিয়েন্টটি।  ভারতে যত নতুন করে করোনা সংক্রমন হয়েছে তার ৮০ শতাংশের সংক্রমণ হয়েছে এই নতুন ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে। আগের করোনা ভ্যারিয়েন্ট আলফার ভ্যারিয়েন্টের থেকে এই ডেল্টা ভ্যারিয়েন্টের ৪০ থেকে ৬০ শতাংশ বেশি হারে সংক্রমণ ঘটানোর ক্ষমতা আছে। 

২০১৯-এর সালের শেষের দিকে পৃথিবী প্রথম পরিচিত হয় করোনা ভাইরাস (Covid 19) এর সাথে। কিন্তু সময়ের সাথে রূপ ক্রমাগত বদলাচ্ছে এই ভাইরাস। রোজ নতুন নতুন তৈরি হওয়া ভাইরাসের এই স্ট্রেন (Strain of coronavirus) চিন্তায় ফেলে দিচ্ছে বিশেষজ্ঞদের। তবে এই করোনার মিউটান্ট হওয়া স্ট্রেনের মধ্যে ডেল্টাই স্ট্রেনই (Delta strain) যে আগামিদিনে সবথেকে বেশি শক্তিশালী হয়ে উঠতে চলেছে, সে ব্যাপারে বিশ্ববাসী কে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

ইতিমধ্যেই ইংল্যান্ড, আমেরিকা বা সিঙ্গাপুরের মতো একাধিক দেশে ডেল্টা স্ট্রেন -এর প্রভাবে ফের মাথা চারা দিচ্ছে সংক্রমন। সেই প্রসঙ্গ টেনে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, ‘ আগামিদিনে বিশ্ব জুড়ে সবথেকে ভয়ঙ্কর আকার ধরবে ডেল্টা।’

Related posts

করোনার সংক্রমনে স্বস্তি মিলল দেশের, একধাক্কায় অনেকটা কমলো দৈনিক সংক্রমণ

News Desk

বর্ষায় ভীষণ চুল ঝড়ছে? রইল চুল পড়া রোধে সমাধান

News Desk

৯ বছরের শিশুর উপর ৩ নাবালকের যৌন নির্যাতন! শিশুটি মুখ খুলতেই সামনে এলো ভয়ংকর সত্য

News Desk