Dainik Sangbad – দৈনিক সংবাদ
Image default
FEATURED ট্রেন্ডিং

বেশকদিনের নিম্নমুখী করোনা সংক্রমণের রেকর্ড গড়লেও চিন্তা বাড়াচ্ছে রাজধানী, বৃদ্ধি পাচ্ছে দৈনিক সংক্রমণ

সব কিছু ঠিক থাকার মধ্যেই হঠাৎ করেই আবার বাড়তে থাকলো করোনা সংক্রমণ। আরও বেশিই চিন্তা ধরাচ্ছে দিল্লি। রাজধানীতে বেশ কদিনে দ্রুত বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমন। শনিবারই দিল্লিতে প্রায় ২৬ শতাংশ সংক্রমণ বেড়েছে। গোটা দেশের পরিসংখ্যানেও দিল্লির সংক্রমণের ফলে বিরাট পরিবর্তন হয়েছে। দিল্লিতে মেট্রো, বাসস্ট্যান্ড, রেলস্টেশনে নতুন করে শুরু করা হচ্ছে করোনা পরিসংখ্যান। আবারও মাস্ক পড়া বাধ্যতামূলক করে দেওয়া হবে দিল্লিতে। এই ব্যাপারটা শুধু দিল্লিতেই সীমাবদ্ধ নেই, গোটা দেশের পরিসংখ্যানই চিন্তা ধরাচ্ছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫০ জন। যা অনেকটাই বেশি আগের দিনের থেকে। রাজধানী দিল্লিতেই এর মধ্যে আক্রান্ত ৪২৬ জন। যা ২৬ শতাংশ বেশি আগের দিনের থেকে। দেশের সক্রিয় করোনা রোগীর সংখ্যাও চিন্তা বাড়াচ্ছে। এদিন ভারতে অ্যাকটিভ কেস বেড়ে হয়েছে ১১ হাজার ৫৫৮। যা ১৯২ জন বেশি আগের দিনের থেকে।

তবে বড়সড় স্বস্তি মিলেছে করোনার দৈনিক মৃত্যুতে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের ওয়েবসাইটের থেকে পাওয়া তথ্য বলছে , দেশে করোনায় প্রাণ হারিয়েছেন গত ২৪ ঘণ্টায় মাত্র ৪ জন। যা প্রায় গত দিনেরই সমান। দেশে মোট মৃত্যুর সংখ্যা কোভিডে ৫ লক্ষ ২১ হাজার ৭৫১। পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৮ হাজার ৭৮৮ জন এখনও পর্যন্ত করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় যার মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৯৫৪ জন। ৯৮.৭৬ শতাংশ সুস্থতার হার।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে , দেশে প্রায় ১৮৬ কোটি ৫১ লক্ষের বেশি ডোজ করোনার টিকা এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে ১২ লক্ষের বেশি মানুষ গতকাল ভ্যাকসিন পেয়েছেন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, করোনা পরীক্ষায় দিল্লিতে নতুন করে জোর দেওয়া হচ্ছে। সার্বিকভাবে বাড়ানো হচ্ছে পরীক্ষার হার। গত ২৪ ঘণ্টায় সাড়ে তিন লক্ষের বেশি করোনা পরীক্ষা হয়েছে।

Related posts

এই মহিলা ২০ বছর ধরে শুধুমাত্র চিপস খেয়েই বেঁচে আছেন, কেন অন্য কিছুই খান না তিনি

News Desk

প্রতিষ্ঠাতার মৃত্যুতে শোকবার্তায় যা লিখল কোম্পানি! সমবেদনা জানানোর জায়গায় হেসে ফেললো সকলে

News Desk

‘যে আমার সন্তানের মা সে আমারই মেয়ে’, ৭৬ বছরের বাবার দাবী ঘিরে চাঞ্চল্য

News Desk